আয়ুর্বেদের জ্ঞানান্বশনে আইআইটি খড়্গপুরের আয়ুর্ধারা কর্মশালা
দেবকুমার মল্লিক, তকমা নিউজ, কলকাতা, ৭ই নভেম্বর ২০২২ : আইটি খড়্গপুরের সেন্টার অফ ইন্ডিয়ান নলেজ সিস্টেম, স্কুল অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বিধান চন্দ্র রায় মাল্টি স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার আয়ুর্ধারা শীর্ষক দু’ দিনের কর্মশালার আয়োজন করেছে। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় এই কর্মশালা আয়োজিত হয়।
আয়ুর্বেদ ভারতবর্ষের প্রাচীন চিকিৎসা পদ্ধতি। আদি কাল থেকে চলে আসছে এই প্রাকৃত চিকিৎসা। সহস্রাব্দ প্রাচীন এই চিকিৎসা পদ্ধতির বর্তমান যুগে প্রয়োগ ও নিরাময়ের পথকে প্রসার করতে এই বিষয়ে জ্ঞানানুসন্ধান করতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
“আমরা আইআইটি খড়্গপুরের সেন্টার অফ ইন্ডিয়ান নলেজ সিস্টেম এই প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের বিষয়ে উৎসাহ থেকেই জ্ঞান ভাগ করে নিতে এই কর্মশালার আয়োজন করেছি। এই কর্মশালায় আয়ুর্বেদ পড়ুয়ারা যেমন অংশগ্রহন করেছে, তেমনি স্কুল পড়ুয়ারাও উৎসাহ সহকারে অংশগ্রহণ করেছে। সমগ্র দেশ থেকে বিশেষজ্ঞ বক্তা, গবেষক এবং চিকিৎসকেরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। আমাদের মূল লক্ষ্য আয়ুষ ও যোগার মৌলিক ভিত্তিকে শুধু খুঁজে বের করা নয় এর প্রাসঙ্গিক প্রয়োগের বিস্তারও। প্রসঙ্গত ২০১৭ তে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাপক বিজ্ঞানিও ‘সারকাডিয়ান রিদম’-এর মাধ্যমে আয়ুষ ও যোগবিদ্যার গুরুত্বকে স্বীকৃতি দিয়েছেন। আর সেই ঐতিহ্যের হৃত গৌরব ফিরিয়ে দিতেই এই কর্মশালা,” অধ্যাপক জয় সেন, ইন্ডিয়ান নলেজ সিস্টেম-এর সভাপতি বলেন।
বিধান চন্দ্র রায় মাল্টি স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারের মুখ্য পরামর্শদাতা জ্যোতির্ময় চট্টপাধ্যায় বলেন, “এই কর্মশালা আমাদের সামনে জ্ঞানের ভান্ডার খুলে দেবে। ব্রহ্মান্ড থেকে সুক্ষ্ম জগতের দ্বার উন্মোচন করবে। আর এভাবেই গবেষণার উপকরণ খুঁজে পাব। যা ভবিষ্যতে এই প্রাচীন চিকিৎসা পদ্ধতির প্রতি আমাদের আস্থা ও ভরসা বৃদ্ধি করবে।
প্রথম দিনের শেষে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের আয়োজনে একটি নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। অবন্তীপুর ওম ফাউন্ডেশন ‘অগ্নিপথ’ নৃত্যনাট্যের মাধ্যমে আয়ুর্বেদের গৌরবগাথা তুলে ধরেন।