নারীকেন্দ্রিক ছবি “চাতক”-এ ফের সায়ন্তনী
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৯শে সেপ্টেম্বর ২০১৯ : আতিউল ইসলাম ও অংশুমান সাহা পরিচালিত নতুন সিনেমা “চাতক” – এর কাজ শুরু হতে চলেছে ১৯ সেপ্টেম্বর থেকে। ছবির প্রযোজনা সংস্থা হল “এ আর প্রোডাকশন”। মূল কাহিনী লিখেছেন রাশিদুল ইসলাম। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তানবির কাজি। সামাজিক টানাপোড়নে সম্পর্কের বিভিন্ন স্তর হল এই ছবির মূল বিষয়। নারীকেন্দ্রিক এই সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন সায়ন্তনী গুহঠাকুরতা। এছাড়াও অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করছেন সমদর্শী দত্ত, বিশ্বনাথ বসু, অনুরাধা রায়, রোহান গামা মীর, অনিন্দিতা শোম, দীপ মাইতি প্রমুখ। সংগীত পরিচালনা করছেন শ্রাবণ। নেপথ্য সঙ্গীতে রয়েছেন অনুপম রায় ,
অংশুমান সাহা প্রমুখ। এছাড়াও প্রযোজক সূত্রে জানা গেছে অরিজিৎ সিং -এর গান থাকতে পারে। গান লিখেছেন দীপাংশু আচার্য্য, সান্বয় মিত্র ও শ্রাবণ।প্রোগ্রামিং ও অ্যারেঞ্জমেন্ট করছেন অমিত চ্যাটার্জী ও ঈশান মিত্র। ই পি হিসাবে আছেন নিউটন বিশ্বাস। ক্যামেরায় থাকছেন শীতল ভট্টাচার্য । সূত্রের খবর এই ছবির শুটিং মুর্শিদাবাদে শুরু হচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর থেকে। সায়ন্তনীকে ফের একবার বেশ সাবলীল অভিনয়ে দেখবে বাংলার দর্শক। সায়ন্তনী নিজেও বেশ আশাবাদী এই ছবির বিষয় নিয়ে। তিনি জানান, এই ছবি সমাজে একটা অন্য বার্তা দেবে।