খেলা

ঐতিহাসিক টাউন হলে অনুষ্ঠিত হল আইএফএ বার্ষিক পুরস্কার বিতরণী, উপস্থিত বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলার লোথার ম্যাথুজ

অম্বর ভট্টাচার্য্য, তকমা নিউজ, কলকাতা, ১৬ই নভেম্বর ২০২৫ : আজ বিকালে ঐতিহাসিক কলকাতা টাউন হলে বিশ্ববরেন‍্য ফুটবলার বিশ্বকাপ জয়ী প্রাক্তন জার্মান অধিনায়ক লোথার ম্যাথুজের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যমন্ডিত সংস্থা আইএফ-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তিনি প্রিমিয়ার ডিভিশনের সেরাদের হাতে পুরস্কার তুলে দেন। তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে, তিনি ভারতীয় ফুটবলের উন্নতির জন্য সবাইকে এগিয়ে আসতে বলেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল‍্যান মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে সেরা রেফারি, অনূর্ধ্ব তেরো, পনেরো, সতেরো ইউথ লীগসহ নার্সারি ডিভিশন, কন্যাশ্রী কাপ,পঞ্চম থেকে প্রিমিয়ার ডিভিশনের সকল চ্যাম্পিয়ন ও রানার্স দলসমূহকে ও প্রতিটি বিভাগের সেরা কোচ , সবোর্চ্চ গোলদাতাদের পুরস্কৃত করা হয়। বিভিন্ন ডিভিশনের জন্য ফেয়ার প্লে ট্রফি দেওয়া হয়। সদ্য সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলা দল, জুনিয়র জাতীয় ফুটবলে রানার্স ও সিনিয়র মহিলা জাতীয় ফুটবলে রানার্স বাংলা দলকে সংবর্ধিত করা হয়। এই অনুষ্ঠানে ময়দান থেকে জেলা ফুটবলের বাংলার ফুটবল পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আইএফএ কর্মীদের তাঁদের নিরলস পরিশ্রমের জন্য সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য, কার্তিক শেঠ, ভাস্কর গাঙ্গুলি, কম্পটন দত্ত, নাসির আহমেদ, রঞ্জিত মুখার্জী, দীপক মন্ডল, বিদেশ বসু, সুমিত মুখার্জী, সঞ্জয় মাঝি, দিপেন্দু বিশ্বাস বিশ্বনাথ মন্ডলএ মেহতাব হোসেন ফাল্গুনী দত্ত, গৌতম ঘোষ প্রমুখ একঝাঁক প্রাক্তন ফুটবলার । অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত ও অজিত বন্দোপাধ্যায়। সবাইকে স্বাগত জানান সচিব অনির্বাণ দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *