স্বর্গীয় নেপাল দে-র স্মরণে গড়িয়ায় বিদ্যাসাগর জন্মদ্বিশতবর্ষে পদযাত্রা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৬শে সেপ্টেম্বর ২০১৯ : “অভাজনে অন্ন দিয়ে… বিদ্যা দিয়ে আর…… অদৃষ্টেরে ব্যর্থ তুমি করলে বারম্বার।” ২০শে সেপ্টেম্বর থেকে ২৬শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ পালিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে। আর সেইদিনকে স্মরণীয় করতে পূর্ব পরিকল্পনা মাফিক গড়িয়া স্টেশন এলাকায় নবগ্রাম গিরিবালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নির্দেশে এক পদযাত্রার আয়োজন করা হয় স্বর্গীয় নেপাল দে-র স্মরণে।প্রথমে স্কুল প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের নিয়ে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে স্কুল কতৃপক্ষ এবং তারপর শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গন থেকে গিরি কালি বাড়ি পর্যন্ত এবং সেখান থেকে ফের স্কুল প্রাঙ্গন ফিরে আসা হয়।
ছাত্রছাত্রীদের গলায় বিদ্যাসাগর জন্মদ্বিশতবর্ষের স্মরণে কার্ড এবং সকলের হাতে ছিল সমাজ সচেতনমূলক স্লোগান যেমন ডেঙ্গু সচেতন, প্লাস্টিক বর্জন সতর্কতা, গাছই প্রাণ, জল বাঁচান, স্বাস্থ্যই সম্পদ ইত্যাদি। পদযাত্রার পর স্বর্গীয় নেপাল দে-র পুত্র স্বরূপ দে জানান, বাবার স্মরণে এরকম একটা উদ্যোগ নিয়ে বেশ ভাল লাগছে। বাবা সবসময় মানুষের জন্য ভাবতেন, মানুষের সাথে থাকতে এবং যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানকে উৎসাহ যোগাতেন। আজ তিনি নেই ঠিক কথাই কিন্তু তাঁর স্মরণে তাঁর পরিবারের সকল সদস্যরা একত্রিত হয়ে এই উদ্যোগ নিয়েছে। তিনি এভাবেই বেঁচে থাকুন সকলের মধ্যে এটাই আমরা পরিবারের তরফ থেকে সকলে কামনা করি।