সায়াহ্ন ও সুজাতা চাইল্ড যৌথভাবে পুজোয় প্রবীণ ও নবীনদের নিয়ে মাতলো
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৬ই অক্টোবর ২০১৯ : দুই সমাজসেবী সংস্থা সায়াহ্ন যারা অসুস্থ্য ও বিকলাঙ্গ প্রবীণ নাগরিকদের সাথী এবং সুজাতা চাইল্ড যারা পথশিশুদের দিশারী। সাম্প্রতিক এই দুই সংস্থা যৌথভাবে প্রায় ৬৫ জন পথশিশুদের নিয়ে পুজো পরিক্রমা করেন কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে।এরপর দক্ষিণ কলকাতায় অভিষিক্তা কালীতলায় সায়াহ্ন বৃদ্ধাশ্রমের প্রাঙ্গনে প্রবীণ ও নবীনদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রবীণদের গান ও আবৃত্তি পরিবেশন করে সুজাতা চাইল্ডের কচিকাঁচা শিশুরা। সায়াহ্নের পক্ষ থেকে উপস্থিত ডাঃ শিপ্রা চৌধুরী জানান, আমরা অসুস্থ্য ও বিকলাঙ্গ প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম করেছি প্রায় ১৭ বছর হয়ে গেল। এখানে
প্রবীণদের ২৪ ঘন্টা বিশেষ যত্ন নেওয়া হয়।খুব সামান্য অর্থের বিনিময় আমরা প্রবীণদের থাকা, খাওয়া ও দেখভাল করে থাকি। সুজাতা চাইল্ডের পক্ষ থেকে উপস্থিত অভিষেক বসু, নবীন জসওয়াল বলেন, আমরা পথশিশুদের রোজ সকালে গিয়ে নিয়ে এসে তাদের পড়াশুনো ও খাওয়া দাওয়া দিয়ে আবার দিয়ে আসি তাদের নির্ধারিত জায়গায়। আমরা চাই কোন শিশু যেন অভুক্ত ও অশিক্ষায় না ভোগে। ইতিমধ্যে আমাদের সংস্থায় ৬৫ জন শিশু আছে, পরবর্তীতে সংখ্যা আরও বাড়বে। এছাড়া আমরা রবিবার দিন
পথশিশুদের জন্য বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকি। নামীদামী খাবার সংস্থার এক্সপায়রির দুই বা তিনদিন আগে খাবার সংগ্রহ করে সেই খাবার তাদের বিছানায় সকালবেলা পরিবেশন করি।যাতে তারাও রিবিবারের আমেজ উপভোগ করতে পারে। অনুষ্ঠানে সকল শিশুদের হাতে স্টিলের থালা তুলে দেওয়া হয় সায়াহ্নের পক্ষ থেকে। এদের অনেকের খাবার থালা থাকে না, কাগজের প্লেটে বা বাক্সেই খেতে হয়। এদিন অনুষ্ঠানে গানের তালে তালে প্রবীণ ও নবীনরা কোমর দলান। প্রচারে : লঞ্চার্স।