বর্ণাঢ্য বাইক র্যালির মধ্যে দিয়ে গড়িয়ায় সবলা মেলার প্রচার হল
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২২শে নভেম্বর ২০১৯ : সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগে এবার প্রথম সবলা মেলা অনুষ্ঠিত হতে চলেছে গড়িয়া স্টেশনে মিলন সংঘ মাঠে। গতকাল এক বর্ণাঢ্য বাইক র্যালির মাধ্যমে গোটা গড়িয়া স্টেশন এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার ৬টি ওয়ার্ডে সবলা মেলার প্রচার করলেন সোনারপুর উত্তর বিধানসভার
সাংগঠনিক প্রধান তথা রাজপুর সোনারপুর পৌরসভার সি আই সি নজরুল আলি মন্ডল সাথে ছিলেন সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, জয়ন্ত সেনগুপ্ত, বিভাস মুখার্জি, পিন্টু দেবনাথ, শ্রীমন্ত নস্কর, গণেশ প্রসাদ সহ অনেকে। আজ ২.৩০ টে মেলা উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে উপস্থিত থাকবেন সাংসদ মিমি চক্রবর্তী, বিধায়ক ফিরদৌসী বেগম, পুর প্রধান ডাঃ পল্লব দাস এবং বহু পুর প্রতিনিধিগণ।