নিউ গড়িয়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবিরে সাংসদ শুভাশিস
রাজেন বিশ্বাস, এবিপিতকমা, কলকাতা, ৩রা ডিসেম্বর ২০১৯ : নিউ গড়িয়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে ২০৬ বাসস্ট্যান্ডে রক্তদান শিবিরের অয়জন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও দঃ ২৪ পরগণা জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী, দঃ ২৪ পরগণা জেলা আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মন্ডল, গড়িয়া স্টেশন আই এন টি টি ইউ সি আহ্বায়ক পিন্টু দেবনাথ, গণেশ প্রসাদ, তপন দে, পঞ্চসায়ার থানার আই সি সহ অনেকে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের সাথে এবিপিতকমা সংবাদ মাধ্যমের সম্পাদক অম্বর ভট্টাচার্যকে মঞ্চে সম্বর্ধিত করা হয়। রক্তদান শিবিরে রক্তদান করে প্রায় ১০০ জন রক্তদাতা।উপস্থিত ছিল নিউ গড়িয়া ব্যবসায়ী সমিতির সকল সদস্যরা।