মেয়র’স কাপের উদ্বোধনী ম্যাচে রত্নাকর নর্থ পয়েন্ট স্কুলকে হারিয়ে নব নালন্দা স্কুল জয়ী, মাঠে দেবাশিস কুমার ও অভিষেক ডালমিয়া
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৬ই ডিসেম্বর ২০১৯ : আজ ইডেন গার্ডেনস মাঠে শুরু হল “মেয়র’স কাপ” ইন্টার স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে রত্নাকর নর্থ পয়েন্ট স্কুল মুখোমুখি হয় নব নালন্দা স্কুলের সাথে।
ম্যাচের শুরুতে মাঠে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার, সিএবি সম্পাদক অভিষেক ডালমিয়া, যুগ্ম সম্পাদক দেবব্রত দাস, সুজন মুখার্জি সহ অনেকে।ম্যাচের আগে অভিষেক ডালমিয়া সাংবাদিক সম্মেলন করেন। ম্যাচের শুরুতে দেবাশিস কুমার দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
প্রথম ব্যাট করতে নেমে রত্নাকর নর্থ পয়েন্ট স্কুল ৪৫ ওভারে ৯ উইকেটে ১০৭ রানে শেষ করে।রোহিত নায়েক ৪২ রান করে। ১০৭ রানের টার্গেট নিয়ে নব নালন্দা ২৪.৪ ওভারে ৫ উইকেটে ১০৮ রান করে। নব নালন্দা স্কুলের পক্ষে অনিকেত বিশ্বাস ৪৭ বলে ৪৫ রান করে এবং নব নালন্দার হয়ে রামজি রাজা ১৫ রানে ২টি উইকেট নেয়।নব নালন্দা ৫ উইকেটে জয়ী হয়।