বালিগঞ্জ কালচারালের উদ্যোগে সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতার প্রথম বর্ষ “পিকাসো ২০২০”
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২২শে জানুয়ারি ২০২০ : আদি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের নাম সকলের কাছে খুবই জনপ্রিয় কিন্তু এবার তাঁরা নিজস্ব উদ্যোগে প্রথমবারের জন্য কচিকাঁচাদের নিয়ে আয়োজন করল এক বিরাট সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা “পিকাসো ২০২০”।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীজাত এবং বিচারকদের মধ্যে ছিলেন স্বরূপ চক্রবর্তী ও অরুণাভ কর্মকার।অনুষ্ঠান নিয়ে উদ্যোক্তারা জানান, বসে আঁকো প্রতিযোগিতা সারা বাংলা তথা কলকাতায় অনেকই হয়ে থাকে কিন্তু আমরা সাধারণ শিশুদের সাথে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুরাও অংশগ্রহণ করে। আমরা চাই এই সানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুরা সমাজের মূল স্রোতে এগিয়ে আসুক। তাদের মধ্যে যে লুকানো প্রতিভা আছে তা বিকাশ পাক। আয়জকদের মধ্যে উপস্থিত ছিলেন দীপাঞ্জন রায়, জয়দীপ মজুমদার, ইন্দ্রনীল সরকার, প্রদীপ কুমার চ্যাটার্জি, পার্থ চৌধুরী, পিয়ালি মিত্র, মৌমিতা চ্যাটার্জি, চন্দনা চৌধুরী, বেলা কুন্ডু, পারমিতা বসু, স্বর্নালি রায়, সতরূপা কর, পারমিতা রায়, শীমা মজুমদার সহ অনেকে।