ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসে গড়িয়া যুব সংঘ ক্লাবের উদ্যোগে দিবা রাত্রি ক্রিকেট প্রতিযোগিতা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৬শে জানুয়ারি ২০২০ : ভারতের প্রজাতন্ত্র দিবসে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদযাপিত হলেও গড়িয়া স্টেশন এলাকায় যুব সংঘ ক্লাবের উদ্যোগে ক্লাবের সদস্যদের নিয়ে ১দিন ব্যাপী দিবা রাত্রি আন্ডার আর্ম ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা লীগ পদ্ধতিতে ক্লাবের সদস্য সংখ্যা অনুযায়ী ৬টি দল হয় এবং মাত্র ৫ ওভারের খেলা হয়।
প্রতিটা দলে ছিল ৭জন সদস্য। টানটান উত্তেজনা ছিল এই প্রতিযোগিতায়। মাঠ বড় থাকলেও আন্ডার আর্মের মত করে ছোট করে নেওয়া হয় খেলার অংশটি এবং দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।প্রতিযোগিতায় বিতর্ক এড়াতে তৃতীয় আম্পায়ারের জায়গায় স্লো মোশনে কোন সিদ্ধান্তকে বাস্তব করার ব্যবস্থা ছিল। মাঠে ক্যামেরার ব্যবস্থা করা হয়েছিল।