বিনোদন

এভেন্ট ক্রাফটের উদ্যোগে ফ্যাশন শো-এর মধ্যে দিয়ে সম্মান জানানো হল সমাজের প্রতিষ্ঠিত মহিলাদের “ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড”

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৩ই ফেব্রুয়ারি ২০২০ : মহিলারা যে আজ পুরুষদের থেকে পিছিয়ে নেই তা বেশ পরিষ্কার।কিছু ক্ষেত্রে এমনও মনে হয় পুরুষদের পিছিয়ে দিয়ে মহিলারা অনেক এগিয়ে গেছে। তাই তারা তাদের প্রতিষ্ঠিত বিষয়ে সেরা হিসাবে বেশ গর্ব বোধ করেন। এভেন্ট ক্রাফটের উদ্যোগে সাম্প্রতিক স্ট্যাডেল হোটেলে নারী শক্তিকে আরও দৃঢ় করতে সম্মান জানানো হয় বিভিন্ন বিয়য়ের উপর এক ঝাঁক নারীকে।

যাদের সম্মানিত করা হল তাঁরা হলেন অভিনেত্রী মনামী ঘোষ, টুম্পা পাল, শ্রীমা ভট্টাচার্য, শর্মিষ্ঠা আচার্য্য, সম্রাজ্ঞী সাহা, মধুমিতা চৌধুরী, সম্পূর্ণা লাহিড়ী, নৃত্যশিল্পী ইন্দ্রানী গাঙ্গুলি, মহিলা উদ্যোক্তা অর্পিতা বনিক, সৌমী বনিক, সোমা মজুমদার, ব্লগার পূজা সাহা, ইউটিউবার দেবলীনা নন্দী, সঙ্গীত শিল্পী পৌলমী সাহা, আর জে প্রজ্ঞা, মডেল সুস্মিতা রায় (এফ বি বি মিস ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ২০১৯), সৌমী দত্ত (মিসেস ইন্ডিয়া ইউনিভার্স কলকাতা ২০১৯), আকাঙ্ক্ষা মাংগ্লানি (মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড ইস্ট ২০১৯), অলোকানন্দা গুহ, পরিচিতা সিংহ সহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিশেষ মধ্যে উপস্থিত ছিলেন প্রমোদ চৌধুরী, সৌরভ কর্মকার, জুলফি আব্বাস, রনজিত বিশ্বাস, সৌরভ বনিক, রঞ্জন কুমার নাথ, অরিজিত দত্ত, তপন ঘোষ, প্রদীপ্ত ভাস্কর সাহা, সুব্রত চক্রবর্তী, দিব্যেন্দু শঙ্কর লাহিড়ী, তথাগত ঘোষ, কৃত্তিকা সিং, রাহুল ভট্টাচার্য সহ অনেকে। মনামী ঘোষ অনুষ্ঠানে সুমধুর কন্ঠে সঙ্গীত পরিবেশন করে সকলকে মাতিয়ে তোলেন। অজন্তা সংস্থার কর্ণধার অর্পিতা বনিক বলেন, পুরস্কার পাওয়া মানে কাজের উদ্দীপনা আরও বেড়ে যায়। মনে হয় সঠিক পথে কাজ করছি। আশা করবো ইভেন্ট ক্র্যাফট আগামীদিনে আরও ভাল কাজ করবে।

আয়োজক দেবরাজ দাস ও বিকাশ পাল জানান, আমরা আগামীদিনে নতুন প্রজন্মের নারীদের সামনের শ্রেনীতে তুলে আনতে চাইছি। আমাদের আগামীদিনের বাংলা সিনেমার জন্য এখন থেকেই বাছাই পর্ব চলছে। নতুন প্রজন্মের মডেলদের টলিউডে একটা মজবুত জায়গা করার লক্ষে এগোচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *