কলকাতা কর্পোরেশেন নির্বাচনের তৃণমূলের চূরান্ত প্রার্থী তালিকা প্রকাশ
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২২শে ফেব্রুয়ারি ২০২০ : পৌর নির্বাচনের দামামা বেজে গেছে। এবার শুধু প্রার্থী তালিকা প্রকাশ বাকি। রাজ্য সরকারের আবেদন অনুযায়ী কলকাতা ও হাওড়া পৌরনিগমের নির্বাচনের দিন ১২ই এপ্রিল এবং বাকি ১১০টা পৌরসভার নির্বাচনের দিন ২৮শে এপ্রিল বলা হয়েছে। রোজা শুরুর আগে সরকার চাইছে পৌরসভার নির্বাচন শেষ করতে। এখনও নির্বাচন কমিশন সরকারের আবেদনে সবুজ সংকেত দেয় নি। সম্ভবত এই দুটো তারিখে নির্বচন হতে পারে। তবে ১১০টা পৌরসভা নির্বাচন একই দিনে নাও করতে পারে নির্বাচন কমিশন। দুই বা তিন দফায় পৌরসভা নির্বাচন হতে পারে, তবে দুটো পৌরনিগমের নির্বাচন একই দিনে হতে পারে।
তৃণমূলের পক্ষ থেকে কলকাতা পৌরনিগম ও হাওড়া পৌরনিগমের চূরান্ত প্রার্থী তালিকা ২রা বা ৩রা মার্চ প্রকাশ হতে চলেছে।এবার অনেক নতুন মুখ দেখা যাবে বলে অনেকে আশা করছেন। গতবারের বহু পুরুষ প্রার্থীর আসন এবার সংরক্ষিত হয়ে যাওয়ার ফলে এবার তাদের জায়গা কোথায় হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদিও প্রথমে সূত্রের খবর অনুযায়ী তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিন ছিল ২২শে ফাব্রুয়ারি থেকে ২৫শে ফেব্রুয়ারি। কিন্তু এই মুহুর্তে তা ফের পিছিয়ে দিয়ে ২রা বা ৩রা মার্চ করা হয়েছে বলে খবর। এবার প্রার্থী তালিকার মূল সিদ্ধান্ত নেওয়া হবে প্রশান্ত কিশোরের সার্ভের উপর ভিত্তি করে। ইতিমধ্যে প্রশান্ত কিশোরের দল বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তাদের সার্ভের কাজ শেষ করে ফেলেছে। মূলত যাদের নামে দুর্নীতির অভিযোগ আছে তাদের এবার আর টিকিট দেওয়া হবে না বলে শোনা যাচ্ছে।