বিনোদন

সিরিয়াল জগতে সেরা ক্রাইম থ্রিলার ধারাবাহিক “ধারা ৩০২” ১৫ই জুলাই শুরু হচ্ছে আকাশ আটে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৯ই জুলাই ২০১৯ : আজকের বিভিন্ন চ্যানেলে যে সকলে সিরিয়াল দেখে তার জনপ্রিয়তার পিছনে যার নাম আজীবন মানুষ মনে রাখবে তিনি আর কেউ নন, অশোক সুরানা। তিনি প্রথম মানুষকে এই সিরিয়ালের স্বাদ দিয়েছিলেন। বর্তমানে তিনি একা আজকের সব চ্যানেলের সাথে পাল্লা দিয়ে নিজের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখে একের পর এক ধারাবাহিক চালিয়ে আসছেন। আকাশ আট এমনই একটি চ্যানেল যেখানে জীবনের বাস্তব চিত্রটা তুলে ধরা হয়, যেখানে সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরা হয় তবে তাতে কোন কুরুচিকর ভাবনা থাকে না, সেখানে থাকে সামাজিক সচেতনতার বার্তা, থাকে সমাজকে সুস্থ্য রাখার বার্তা। তাই ১৫ই জুলাই থেকে সোম থেকে বুধবার পর্যন্ত ধারাবাহিক “সেকশান ৩০২” অর্থাৎ ধারা ৩০২ যা অপরাধের সাথে যুক্ত। কিন্তু এই অপরাধ বৃদ্ধির কোন উস্কানি থাকছে না, থাকছে সমাজকে সচেতন করে তোলা আর বিভাবে অপরাধকে দমন করা যেতে পারে তার সন্ধান। সাম্প্রতিক এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আকাশ আটের কর্ণধার অশোক সুরানা, ঈশিতা সুরানা, এই ধারাবাহিকের দুই নির্দেশক রিঙ্গো ব্যানার্জি এবং অনির্বান চক্রবর্তী। এর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আই জি (কলকাতা পুলিশ) সন্ধি মুখার্জি এবং প্রাক্তন ডি জি (ফায়ার) ভি কুমার। তারা দুজনে এই ধারাবাহিক নিয়ে খুবই আশাবাদী। সন্ধি মুখার্জি বলেন পুলিশকে আরও সচেতন হতে হবে, সাধারণ মানুষের সাথে মিলে কাজ করতে হবে এবং কোন রাজনৈতিক দলদাস হয়ে প্রশাসনিক ব্যবস্থা করা উচিত নয় কিন্তু তা হচ্ছে কথায় আর তাই বর্তমানে রাজনৈতিক অপরাধ বেড়ে গেছে। আমি আজ বলতে বাধ্য হচ্ছি একসময় একজনের ফাঁসি হয়েছিল, সেই অপরাধী সত্যিই নিরপরাধ ছিল। সেই অপরাধীর নাম ছিল ধনঞ্জয়। শুধুমাত্র রাজনৈতিক চাপের কাছে মাথা নত করতে হয়েছিল পুলিশকে আর তাই ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল। আজকের প্রশাসনের ব্যর্থতা নিয়ে সমালোচনা করেছেন ভি কুমার। অশোক সুরানা বলেন, আমরা সমাজকে এই অপরাধ থেকে যদি ১ শতাংশ মুক্ত করতে পারি সেটাই আমাদের বড় প্রাপ্য হবে। নির্দেশক রিঙ্গো বলেন, একই চ্যানেলে পুলিশ ফাইল দেখানো হয় তবে তা শুধুমাত্র এই রাজ্যের বিভিন্ন থানায় নথিভুক্ত যে সব ঘটনা রয়েছে এবং যা বিচারাধীন অবস্থায় রয়েছে। কিন্তু “সেকশান ৩০২” জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যে সব অপরাধ হয়েছে তা একেবার সিনেমার কায়দায় তুলে ধরা হয়েছে।নির্দেশক অনির্বান বলেন, বিভিন্ন ব্লগ বাঁ ফাইলে যে সব অপরাধের নথি পাওয়া গেছে তাই নিয়ে এই ধারাবাহিক শুরু হতে চলেছে। ধারাবাহিকের প্রতিটা গল্প ১ মাস বা ৬ মাস ধরে চলবে না, প্রতিটা গল্প দেখানো হবে একদিন বা দুদিনের।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী তিতাস ভৌমিক, অভিনেতা জয় ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী অনিন্দ্য বসু, ইন্দ্রজিৎ মজুমদার সহ অনেকে। তবে অশোক সুরানাকে এই ধারাবাহিকের সামাজিক প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ, সামাজিক প্রভাবকে অগ্রাহ্য করা যাবে না ঠিকই কিন্তু আমরা অপরাধকে বেশি হাইলাইট না করে সেই অপরাধের পিছনের মূল কারণটার দিকে আমরা বেশি নজর দিচ্ছি যাতে মানুষ বুঝতে পারে অপরাধীর লক্ষণ কি হতে পারে আর সেই লক্ষণের প্রভাবে কি হতে পারে। এই ধারাবাহিকে অভিনয়ের সাথে যারা যুক্ত তাদের মধ্যে জয় ভট্টাচার্য ও ইন্দ্রজিৎ মজুমদার বলেন, আকাশ আটের সাথে অনেকদিনের সম্পর্ক, ফের তার সাথে যুক্ত হতে পেরে বেশ ভাল লাগছে। অভিনেত্রী তিতাস ভৌমিক বলেন, যদিও আমি আকাশ আটের সাথে এই প্রথম কাজ করছি তবে তাদের গল্প ও ভাবনা বেশ ভাল লেগেছে তাই রাজি হয়েছি, বিশেষ করে যখন রিঙ্গো দা আছে। আমায় যেভাবে নির্দেশনা দেওয়া হবে আমি সেভাবেই অভিনয় করবো, বাকিটা দর্শকরা বিচার করবে। তবুও বলবো দর্শকদের ভাল লাগবে, বেশ নতুনত্ব লাগবে কারণ মেগা সিরিয়ালের মত নয়। প্রতিদিন নতুন হাড়হিম করা গল্প থাকবে। প্রচারে স্যাগিটেরিয়াস কমিউনিকেশন।

One thought on “সিরিয়াল জগতে সেরা ক্রাইম থ্রিলার ধারাবাহিক “ধারা ৩০২” ১৫ই জুলাই শুরু হচ্ছে আকাশ আটে

  • Fatema alom

    সত্যি এটা খুব ভালো একটা ভাবনা। আমরা এতে ভীষন ভাবে খুশি। এটা ভেবে আরও ভালো লাগছে যে প্রত্যেক টা গল্প এক দিনের বা দু’দিনের হবে। যারা এই চিন্তাটা প্রকাশ করেছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *