সরকারি বিধি মেনে করোনা প্রতিরোধ করতে ৭৩% ছাত্র ছাত্রীদের চাল ও আলু বিতরণ করল গড়িয়ার শ্রীখন্ডা বিশ্ববানী বিদ্যাভবন
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৪শে মার্চ ২০২০ : গোটা রাজ্যে করোনার থাবা রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সব সরকারি বিদ্যালয়গুলোকে নির্দেশ নিয়েছেন স্কুলের সকল ছাত্রছাত্রীদের জন্য ২ কেজি চাল ও ২ কেজি আলু বিতরণ করার জন্য। সেই নির্দেশিকা মেনেই রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে শ্রীখন্ডা বিশ্ববানী বিদ্যাভবন অবৈঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ দাস দুদিনে প্রায় ২৩০ জন ছাত্রছাত্রীর অভিভাবকদের হাতে তুলে দিলেন
২ কেজি চাল ও ২ কেজি আলু। এখানেও সরকারি নিয়ম মেনেই দেওয়া হয়েছে কারণ অভিভাবকদের ভিড় হয়ে যাওয়ার ফলে স্কুল কতৃপক্ষের তরফে বলা হয় একসাথে এত মানুষ এসে জমায়েত করবেন না। একসাথে ৫-৭ জন আসতে হবে। সেভাবেই স্কুলের প্রায় ৭৩%-৭৪% ছাত্রছাত্রীর অভিভাবকেরা সরকারি অনুমোদিত খাদ্য সামগ্রী সংগ্রহ করে।বহু অভিভাবক তাদের সন্তানদের সংক্রমণের ভয়ে স্কুলে না নিয়ে এসে নিজেরাই উপস্থিত হয়ে সরকারি অনুদান সংগ্রহ করেন।