সোনারপুরে ৩১ নং ওয়ার্ডে করোনা থেকে মানুষকে সচেতন করতে অটো প্রচার করলেন পৌরমাতা নিতু দাস
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৪শে মার্চ ২০২০ : করোনা নিয়ে বেশ আতঙ্কে দিন কাটাচ্ছে শহর কলকাতা আর তার লাগোয়া সোনারপুরে ইতিমধ্যে সেই আতঙ্ক পৌঁছে গেছে। ইতিমধ্যে সব এলাকায় বিদেশ থেকে আতঙ্কের জেরে অনেকেই নিজের পরিবারের কাছে চলে এসেছেন।আর এলেকার মানুষ তা জানতে পেরেই আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যকে সুরক্ষিত রাখতে গোটা রাজ্যে লকডাউন করে দিয়েছেন।
অন্যদিকে রাজপুর সোনারপুরের বহু ওয়ার্ডে এই নিয়ে সচেতনতা প্রচার চালিয়েছে। সাম্প্রতিক ৩১ নং ওয়ার্ডের পুরমাতা নিতু দাস অটোতে করে প্রচার করল। মানুষকে সচেতন করল ওয়ার্ডবাসীকে যাতে কেউ বেশি আতঙ্কিত না হয়। একইসাথে প্রচার হল করোনা ভাইরাসের প্রতিরোধ করতে গেলে কি কি করা প্রয়োজনীয়। সরকারি নিয়ামাবলী ও সরকারি চিকিৎসা পরিষেবা নিয়েও প্রচার করেন পুরমাতা।