খবরাখবর

করোনা দুর্জোগের জন্য মানুষের পাশে নিঃস্বার্থ ভাবে খাদ্য সামগ্রী তুলে দিল অবন্তিপুর গণেশ পুজো কমিটি

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৬ই এপ্রিল ২০২০ : সারা বিশ্বের মানুষ করোনা ভাইরাসের কঠিন থাবার সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছে।লাফিয়ে লাফিয়ে আক্রান্তের হার বাড়ছে যেমন ঠিক একই ভাবে মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। মানুষ এখন বাঁচার জন্য দিশাহারা, কোথায় গেলে বাঁচবে ভবে পারছে না। আর এর সাথে কোথা থেকে পরিবারের খাদ্য সংগ্রহ করবে সেটা এখন হয়ে উঠেছে সব থেকে বড় আশঙ্কা কারণ সর্বত্রই লকডাউন।

এই সময় সোনারপুর বিধানসভা অন্তর্গত গড়িয়ায় অবন্তীপুর এলাকায় গণেশ পুজো কমিটি সিদ্ধান্ত নেয় এই অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে খাদ্য সামগ্রী তুলে দেবার।সকাল হতেই প্রায় লাইনে দাড়িয়েছিলেন স্থানীয় দুঃস্থ মানুষ। তবে মানুষের ঢল নামলেও সামাজিক দুরত্ব বজায় রেখেই সকলে লাইনে দাড়িয়েছিলেন। খাদ্য সামগ্রী দেওয়া শুরু হতেই আরও মানুষ এসে উপস্থিত হন। পুজো কমিটির সম্পাদক বাপ্পা দাস জানান, আমরা সব সদস্যরা এই কঠিন সময় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বহু মানুষ প্রতিদিন আমাদের কাছে এসে কান্নাকাটি করছে শুধুমাত্র দু মুঠো খাবারের জন্য, পরিবারের সদস্যদের মুখে সামান্য খাবার তুলে দ্বয়ার জন্য। মানুষের এই অসহায় অবস্থা আমাদের নাড়া দিয়েছে। আজ প্রথমে আমরা সিদ্ধান্ত নিই ৫০০ মানুষকে খাদ্য সামিগ্রীর সাহায্য করবো কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করল আরও ৩০০ মানুষকে সাহায্য করতে। জানি তাতেও সকলকে সন্তুষ্ট করা সম্ভব নয়। যেখানে অধিকাংশ মানুষ অনাহারে রয়েছে সেখানে ৮০০ জন একটা সামান্য সংখ্যা। কিন্তু আমরা সব সদস্যদের থেকে অনুদান নিয়ে এই সাহায্য করতে পেরেছি। আমাদের ইচ্ছে আছে আগামীদিনে ফের এরকম একটা উদ্যোগ নিয়ে আবার মানুষকে সাহায্য করবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার সি আই সি বিভাস মুখার্জি, দঃ ২৪ পরগণা জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সম্পাদক অজু সরকার, সমাজসেবক সুকান্ত মন্ডল সহ পুজো কমিটির সব সদস্য সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *