প্রথম পাতা

করোনা আক্রান্তের তালিকায় বিশ্বে ভারত এখন ১৩ নং স্থানে রয়েছে, জেনে নিন কোন দেশে কত আক্রান্ত ও মৃত, দেখলে চমকে উঠতে হবে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৬ই মে ২০২০ : করোনা যখন বিশ্বের বাকি সব দেশে থাবা বসাতে শুরু করেছে যেমন আমেরিকা, ইতালি, ফ্রান্স, চীন, বেলজিয়াম, জার্মানি, স্পেন তখন ভারত ছিল প্রায় ১৮ থেকে ২০ নং স্থানে। আমি কথা বলছি মার্চ মাসে যখন দেশে লকডাউন শুরু হল। মাত্র ৪২দিন লকডাউন অতিক্রান্ত, প্রধানমন্ত্রী ততক্ষনে করোনা প্রতিরোধ করতে দেশবাসীদের দিয়ে থালা বাজিয়েছেন, মোমবাতি জ্বালিয়েছেন। না জানি আগামীদিনে আরও কি কি করাবেন। তিনি বলেছিলেন এগুলো করলে করোনা দেশ থেকে পালিয়ে যাবে। তা তো হলই না বরং করোনা আরও জমিয়ে বসলো গোটা দেশে।

গোটা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭, ৯৪, ৮৯০ আর মৃত্যুর সংখ্যা ২,৬২,৬৪১। বিশ্বে করোনা আক্রান্তের তালিকায় ভারত বর্তমানে ১৩ নং স্থানে। একবার দেখে নিন প্রথম থেকে ২০ নম্বর স্থানে কোন কোন দেশ আছে এবং তাদের মৃত্যু সংখ্যা কত।

দেশ আক্রান্ত নতুন আক্রান্ত মৃত দেশ আক্রান্ত নতুন আক্রান্ত মৃত USA 1,248,995 +11,362 73,499 China 82883 +2 4633
Spain 253,682 +3,121 25,857 Canada 63375 +1329 4223
Italy 214,457 +1444 29,684 India 52,987 + 3587 1785
UK 201101 +6111 30,076 Peru 51,189 + 1444
Frace 174,191 +3640 25,809 Belgium 50,781 + 272 8339
Germany 167,575 +568 7190 Netherlands 41,319 +232 5204
Russia 165,929 +10,559 1537 Saudi Arabia 31,938 +1687 209
Turkey 131,744 +2253 3584 Ecuador 31881 + 1569
Brazil 121,600 +6885 8022 Switzerland 30,060 +51 1795
Iran 101,650 +1680 6418 Portugal 26,182 +480 1089

আমেরিকা ইতিমধ্যে পিছন থেকে উঠে এসে প্রথম স্থানে, এরপর রয়েছে স্পেন ২৫,৮৫৭, ইতালি ২৯,৬৮৪, ইউ কে ৩০,০৭৬, জার্মানি ৭১৯০, রাশিয়া ১৫৩৭, ব্রাজিল ৮০২২, ইরান ৬৪১৮, চীন ৪৬৩৩, ক্যানাডা ৪২২৩, ভারত ৫২,৯৮৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *