আমফান দুর্জোগে পরিষেবার মাধ্যমে নজির করলেন কলকাতা কর্পোরেশনের ৭০ নং ওয়ার্ডের পুরপিতা অসীম বসু
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৩০শে মে ২০২০ : আমফান ঝড় যে শুধু গ্রামাঞ্চলেই ভয়াবহ থাবা হেনেছে তা কিন্তু নয়। খোদ কলকাতাতেও তার প্রভাব ছিল মারাত্মক। গোটা কলকাতার রাস্তায় উপড়ে ফেলেছিল গাছ। তবে কলকাতায় বড় ও পাকা বাড়ির সংখ্যা বেশি বলে সেভাবে ঘর বাড়ি ক্ষয়ক্ষতি তেমন হয় নি।
আমফান ঝড়ের পর কলকাতা পুরনিগমের ভবানীপুর এলাকায় ৭০ নং ওয়ার্ডের প্রায় সব গলি সম্পূর্ণ শাটডাউন হয়ে গিয়েছিল কারণ সব গলিতে রাস্তার ধারে থাকা বড় গাছগুলো একেবারে ধরাশায়ী হয়ে পড়েছিল যার ফলে গাড়ি চলাচল থেকে মানুষ চলাচল একেবারে প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। এছাড়া তো বিদ্যুৎহীন, কেবলহীন ও টেলিফোনহীন হয়ে পড়ে এই ওয়ার্ডের বাসিন্দারা। এই অবস্থাকে দক্ষতার সাথে দিনরাত রাস্তায় থেকে মোকাবিলা করলেন এই ওয়ার্ডের পুরপিতা অসীম বসু (বাবাই)।
অসীম বসু নিজের হাতে রাস্তায় পড়ে থাকা গাছ একের পর এক কেটে সাফ করলেন এবং মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন। এভাবে কোন পুরপিতাকে একেবারে রাস্তায় নেমে মানুষের জন্য এভাবে কাটিং মেশিন হাতে নিয়ে গাছ কাটতে দেখা যায় নি। এর আগেও করোনায় লকডাউন পরিস্থিতিতে সকাল থেকে পুরপিতা অসীম বসুকে মানুষ দেখেছে স্যানিটাইজার মেশিন সাথে নিয়ে এলাকার প্রতিটা বাড়ি ও রাস্তায় দাঁড়িয়ে থেকে গাড়িগুলোকে স্যানিটাইজ করতে। এরকম একটা দুঃসময় বিদায়ী পুরপিতা হয়েও অসীম বসু এধরণের পরিষেবা দিয়ে নজির সৃষ্টি করে চোখে আঙুল দিয়ে অন্যদের দেখিয়ে দিলেন মানুষের জন্য সরাসরি মাঠে নেমে কিভাবে কাজ করতে হয়।