সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসীর উদ্যোগে নজির হল রক্তদান শিবিরে ৪০০ জন রক্তদাতা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৬ই জুন ২০২০ : সাম্প্রতিক করোনা রোগীদের মোকাবিলার জন্য সারা বাংলায় সরকারের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে। সোনারপুর উত্তরেও এবার বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সোনারপুর উত্তর বিধানসভার বোড়াল টাউন, নরেন্দ্রপুর টাউন ও বনহুগলী অঞ্চলের ২টি গ্রাম পঞ্চায়েতকে এই রক্তদান শিবিরে সামিল করা হয়েছিল। এই রক্তদান শিবিরে ছিল শীততাপ নিয়ন্ত্রিত ৮টি ভ্রাম্যমান ভ্যান যেখানে রক্তদান করেন ১০০ জন মহিলা ও ৩০০ জন পুরুষ।
রক্তদান শিবিরের সূচনা করেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম এবং উপস্থিত ছিলেন সাংসদ ও জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী, বিধায়ক ও জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শওকত মোল্লা, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পৌরসভার প্রশাসক ও প্রাক্তন চেয়ারম্যান ডাঃ পল্লব দাস, প্রাক্তন সি আসি সি এবং বর্তমানে প্রশাসকমন্ডলীর সদস্য নজরুল আলি মন্ডল সহ সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পাপাই দত্ত, বাপন নস্কর, সোনারপুর উত্তর জয়হিন্দ বাহিনীর সভাপতি বিশ্বজিত দাস (নন্দ), সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সভাপতি সমরজিত ব্যানার্জি, পিন্তু দেবনাথ, শ্রীমন্ত নস্কর, ইসরাফিল সরদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার প্রায় অধিকাংশ ওয়ার্ড কোঅর্ডিনেটরের মধ্যে দীপা ঘোষ,
অশোকা মির্ধা, নমিতা দাস, তরুণ কান্তি মন্ডল, সঞ্জিত চ্যাটার্জি, বিশ্বজিত দে, অভ্র মুখার্জি, রঞ্জিত মন্ডল সহ সোনারপুর উত্তর বিধানসভার অন্যান্য নেতৃত্ববর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে এসে সাংসদ শুভাশিস চক্রবর্তী বলেন, এই রাজ্যে যতদিন মমতা ব্যানার্জি আছে ততদিন করোনা মহামারী রূপ নিতে পারবে না। রক্তদাতাদের হাতে বিধায়ক ফিরদৌসী বেগম গাছের চারা তুলে দেন এবং একটি করে পিপিই কিট ও মাস্ক দেওয়া হয়।এই রক্তদান শিবিরে ওয়ার্ড কোঅর্ডিনেটরের মধ্যে অভ্র মুখার্জি রক্তদান করে নজির করলেন।