পুরভোটের আগে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল কলকাতা কর্পোরেশনের বিদায়ী পুরপিতা গোপাল
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৮ই জুলাই ২০২০ : কেন্দ্র সরকারের লাগামহীন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এই করোনা লকডাউন পরিস্থিতিতে চাপ সৃষ্টি করছে। গোটা বিশ্বে যেখানে পেট্রোল ও ডিজেলের দাম তলানিতে এসে ঠেকেছে সেখানে শুধুমাত্র ভারতেই পেট্রোল ও ডিজেলের এবং গ্যাসের দাম মাত্রাতীত বেড়েছে। এই নিয়ে বাম-কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে বিরধীতার সিদ্ধান্ত নিয়েছে।
এই অবস্থাকে মোকাবিলা করতে তৃণমূল দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা রাজ্যে প্রতিটা ব্লকে এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী নেওয়ার ঘোষণা করেছেন।সাম্প্রতিক কলকাতা কর্পোরেশনের ১১৩ নং ওয়ার্ডে বিদায়ী পৌরপিতা গোপাল রায়ের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সব শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে এক বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলের নেতৃত্ব দেন ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা গোপাল রায় সহ অনেকে।মিছিলে প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে বিক্ষোভ দেখানো হয়। এক কথায় পুরভোটের আগে গোপাল রায় এই মিছিল থেকে ফের একবার বিরোধীদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আজ এই ওয়ার্ডে রেলের বেসরকারিকরণ নিয়েও বেলা ১টায় এক বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে।