করোনা সংক্রমণের ক্রমশ বৃদ্ধির কারণে ফের বন্ধ হল গড়িয়া সান্ধ্য বাজার সহ কিশান মজদুর বাজার
অম্বর ভট্টাচার্য এবিপিতকমা, সোনারপুর, ১৮ই জুলাই ২০২০ : নরেন্দ্রপুর থানা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ড সহ আশেপাশের কয়েকটা ওয়ার্ডে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে প্রশাসনের পক্ষ থেকে ফের একবার বন্ধ করে দেওয়া হল গড়িয়া সান্ধ্য বাজার, কিশান মজদুর বাজার, বালিয়া বাজার ও খিরিশতলা বাজার। প্রশাসনের রিপোর্ট অনুযায়ী গড়িয়া সংলগ্ন ৫টা ওয়ার্ডে করোনা সংক্রমণ প্রচন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। গড়িয়ার উল্লেখিত বাজারের সাথে ফের বন্ধ হচ্ছে পাইকারি মাছের বাজারও। এছাড়া নবগ্রাম ও নবশ্রী বাজারও বন্ধ করার কথা ভাবছে প্রশাসন।
এই কড়াকড়ি কনটাইনমেন্ট জোনের ঘোষণার মধ্যেও তৃণমূলের পক্ষ থেকে ২১শে জুলাই-এর সমর্থনে এক সভা করার কথা ভাবছে শ্রীনগর-পঞ্চসায়ার রাস্তার সংযোগস্থলে। কিন্তু কথা হচ্ছে এই কনটাইনমেন্ট জোনের মধ্যে কিভাবে এত বড় একটা সভা পরিচালিত হবে, কি স্বাস্থ্য বিধির মধ্যে দিয়ে এই সভার আয়োজন করা হবে। বজায় থাকবে কি সামাজিক দুরত্ব?