সোনারপুরের রাজপুর ও গড়িয়া টাউন সভাপতি কি পরিবর্তন হতে চলেছে?
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৫ই আগস্ট ২০২০ : আগামী নির্বাচনের আগে গোটা তৃণমূল দল্টাকে ঢেলে সাজাতে চাইছে দল। গত লোকসভা নির্বাচনের নিরিখে যে সমস্ত বিধানসভায় ফল খারাপ হয়েছে এবং সেই বিধানসভায় কোন কোন ব্লকে বা টাউনের নেতৃত্বের ব্যর্থতার কারণে ফল খারাপ হয়েছে সেই টাউন বা ব্লক সভাপতিদের উপর এবার কোপ পড়তে চলেছে। দক্ষিণ ২৪ পরগণায় সোনারপুরের দুটো বিধানসভা রয়েছে যার মধ্যে রাজপুর ও গড়িয়া অন্যতম। বিশ্বস্ত সূত্রের খবর আগামী সপ্তাহে পরেশ চন্দ্র দাসের নেতৃত্ব ১০টা বিধানসভার টাউন ও ব্লক সভাপতিদের নিয়ে সভার আয়োজন করা হয়েছে।এই সভায় উপস্থিত থাকবেন জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী সহ ১০টা বিধানসভার বিধায়কেরা।এর সাথে এই সভায় উপস্থিত থাকবেন ১০টা বিধানসভার যুব তৃণমূল সভাপতিরা।এর মানে কিন্তু এটা নয় যে সেদিন সব ব্লক ও টাউনের কমিটি তৈরি হচ্ছে। এই ১০টা বিধানসভার মধ্যে সম্ভবত রাজপুর ও গড়িয়া টাউনের সভাপতি পরিবর্তনের সম্ভাবনা আছে। রাজপুর টাউনের সভাপতি হিসাবে বর্তমানে আছেন শিবু ঘোষ এবং গড়িয়া টাউনের সভাপতির দায়িত্ব দীর্ঘদিন সামলাচ্ছেন বিভাস মুখার্জি (মনু)। সম্ভবত এই দুই টাউন সভাপতি পরিবর্তন হতে পারে। তবে কি লোকসভা নির্বাচনের নিরিখে আর প্রশান্ত কুমারের গোপন সমীক্ষা রিপোর্ট অনুযায়ী কি এই পরিবর্তন হতে চলেছে।নাকি ফের একবার তাদেরই দায়িত্বে বহাল রাখবে দল? জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী দীর্ঘদিন গড়িয়া টাউন নিয়ে বেশ অসন্তুষ্ট। তবে এখন দেখতে হবে নির্বাচনের আগে এই পরিবর্তন কতটা কার্জকরি হবে। যে দুজন এই দায়িত্ব পেতে চলেছে তাঁদের মধ্যে একজন দীর্ঘদিন পৌরসভার সি আই সি হিসাবে থেকেছেন এবং অন্যজন দীর্ঘদিনের সংগ্রামী নেতৃত্ব হিসাবে নাম উঠে আসছে।তবে গড়িয়া টাউন সভাপতির বিরুদ্ধে এখানকার কয়েকজন নেতা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন দলের বিভিন্ন মহলে।তবে কি তাঁরই প্রভাবে দলের উচ্চ নেতৃত্ব এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছেন? নাকি সেই পুরানো সভাপতিদের উপরেই ভরসা রাখবে দল? সেটা জানতে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।