প্রথম পাতা

স্বাধীনতা দিবসে পিছিয়ে পড়া মানুষ ও শিশুদের সাথে মন্ত্রী শোভনদেব

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৭ই আগস্ট ২০২০ : ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে রাসবিহারী বিধানসভা অন্তর্গত লেক গার্ডেন্স বর্ণপরিচয় (অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-র বাড়ি) আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রশাসকমন্ডলীর সদস্য ও বিদায়ী পৌরপিতা রতন দে, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় ও লেক থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ সুমন নস্কর।

এইদিনটাকে উদযাপন করতে এলাকার ৫০জন দুঃস্থ ও পিছিয়ে পড়া মানুষকে জরুরী খাদ্য সামগ্রী দেওয়া হয় ও ১০০ জন শিশুকে ফুড প্যাকেট দেওয়া হয়।সব থেকে বড় কথা মন্ত্রী শোভনদেবের বাবা ও কাকা দুজনেই স্বাধীনতার জন্য কারাবন্দী ছিলেন। কিন্তু আমৃত্যু পর্যন্ত তাম্রলিপ্ত গ্রহণ করেন নি। তিনি এইদিন তাঁর চোখে দেখা স্বাধীনতার ছবি তুলে ধরেন তাঁর বক্তব্যের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *