প্রথম পাতা

স্বাধীনতা দিবস উদযাপনে ফিয়ারলেস ওয়ারিয়রের উদ্যোগে শিশুদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার প্রদান

বিশেষ প্রতিনিধি, এবিপিতকমা, সোনারপুর, ১৭ই আগস্ট ২০২০ : ভারতের ৮৪ তম স্বাধীনতা দিবস উদযাপনে গড়িয়ায় ফিয়ারলেস ওয়ারিয়ারের উদ্যোগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।অনুষ্ঠানে করোনা সংক্রমণকে মোকাবিলা করতে এলাকার বাসিন্দাদের ও শিশুদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও চকলেট দেওয়া হয়।

অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন তকমা সংবাদমাধ্যমের সম্পাদক অম্বর ভট্টাচার্য। পতাকা উত্তোলনের পর তিনি স্বাধীনতা নিয়ে বলতে গিয়ে নেতাজির ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, নেতাজি ধূমপান করতেন, তাঁর সেনার কর্নেলরা নেতাজির ছোঁয়া পেতে সেই সিগারেটের শেষ ভাগের দিকে ওঁত পেতে বসে থাকতো কিন্তু কোনদিনও তা পূরণ হত না কারণ তিনি সিগারেটের শেষ পর্যন্ত চলে যেতেন, তাই একবার তাঁর কর্নেলদের উদ্দেশ্যে বলেছিলেন আমি যাকে ধরি তাঁকে শেষ করে ছাড়ি।তিনি বাস্তবেও তাই করেছেন, ইংরেজদের ধরেছিল আর শেষ করেই ছেড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *