You cannot copy content of this page. This is the right with takmaa only

মহঃ রফি-র ৩৯ তম মৃত্যু দিবস পালিত হল মহাজাতি সদনে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৩১শে জুলাই ২০১৯ : ড্যাফোডিল ইনকর্পোরেটের উদ্যোগে মহাজাতি সদনে পালিত হল “তেরে নাম কা দিওয়ানা”, মহঃ রফি-র ৩৯ তম মৃত্যু বার্ষিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সুরকার কল্যান সেন বরাট ও কলকাতা পৌর নিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার। সঙ্গীত জগতের এক কিংবদন্তি শিল্পী মহঃ রফি আজও আমাদের মধ্যে রয়ে গেছেন তাঁর অনবদ্য সঙ্গীতের মধ্যে দিয়ে। আজও তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন আর তাকে আজ সন্ধ্যায় ফের একবার বাঁচিয়ে তুলেছেন প্রদীপ ভট্টাচার্য, গৌতম জৈন, রিন্টু আহমেদ, জয় হাজরা, অয়ন্তিকা চক্রবর্তী ও ঝুমকি সেন তাদের সুরেলা সঙ্গীতের মাধ্যমে। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন মনময় ভট্টাচার্য। প্রচারে : কে আর কে প্রোডাকশন। ছবি : বিশ্বজিত সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *