রাজনীতি

মমতা ব্যানার্জির নির্দেশে বরানগর বিধানসভার বিধায়ক তাপস রায় সকলের হাতে তুলে দিলেন “দিদিকে বলো”-র নম্বর ও নিয়মাবলী

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, উত্তর ২৪ পরগণা, ৩১শে জুলাই ২০১৯ : দলের কিছু কর্মী ও নেতাদের অপকর্মের কারণে মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছেন তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে বেশ ভালোই বুঝে গেছেন। আর তাই সেই পরিস্থিতিকে ফিরিয়ে আনতে তিনি “দিদিকে বলো” চালু করেছেন। এই “দিদিকে বলো” মারফৎ সাধারণ মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন, আর এর মাধ্যমেই মানুষের সাথে জনসংযোগ করতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই তিনি রাজ্যের সকল বিধায়কদের নির্দেশ দিয়েছেন মানুষের সাথে জনসংযোগ বাড়াতে সব বিধানসভায় “দিদিকে বলো” প্রচার করতে হবে ৩১শে জুলাই ও ১লা আগস্ট। এরপর সব বিধানসভায় বিধায়কদের প্রতিটা এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলতে হবে, অভিযোগ শুনতে হবে। অভিযোগ শুনে তা নথিভুক্ত করতে হবে যা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। এমনকি কর্মীদের কথাও শুনতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে সেই অভিযোগের ভিত্তিতে সমাধান সূত্র করতে হবে। সাম্প্রতিক উত্তর ২৪ পরগণার বরানগর বিধানসভার বিধায়ক তাপস রায় সভা করে এলাকার সকল নাগরিকদের “দিদিকে বলো” নিয়মাবলী ও নম্বর তুলে দেন। এই প্রচারের সময় বিধায়ক তাপস রায়ের সাথে ছিলেন বরানগর পৌরসভার চেয়ারপার্সেন অপর্না মৌলিক, সি আই সি দিলীপ নারায়ণ বসু, বাসব ঘোষ সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *