বিনোদন

পি সি চন্দ্র গার্ডেন্স ও নিটোলের যৌথ প্রয়াস “অভিযান”, চন্দন রায় চৌধুরীর সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তী

তানিয়া সাহা, এবিপিতকমা, কলকাতা, ২৬শে জুলাই ২০১৯ : সাম্প্রতিক পি সি চন্দ্র গার্ডেন্সের টিউলিপ হলে পি সি চন্দ্র গার্ডেন্স ও নিটোলের যৌথ উদ্যোগে “অভিযান” শির্ষক এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল।এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সুরকার চন্দন রায় চৌধুরীর সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তী উদযাপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই জেড সি সি-র ডিরেক্টর গৌরী বসু, অরোরা ফিল্ম কর্পোরেশনের ডিরেক্টর অঞ্জন বসু, বিখ্যাত সুরকার মিল্টু ঘোষ সহ অনেকে। এই অনুষ্ঠান সুরকার চন্দন রায় চৌধুরীর সমগ্র তাঁর এত বছরের সঙ্গীত জগতকে চিত্রিত করে তুলেছিল। গল্পের মধ্যে দিয়ে সঙ্গীত জীবনের যাত্রা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের শুরুতে চন্দন রায় চৌধুরী ও তাঁর পুত্র পরিচালিত নিটোল-এর থীম সং পরিবেশিত হয়। এরপর সঙ্গীত পরিবেশন করেন রিমা নাথানি, তন্ময় বিশ্বাস (সারেগামা খ্যাত)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্ল, শম্পা কুন্ডু, ইন্দ্রাণী সেন, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা ব্যানার্জি, নির্দেশক ও অভিনেতা অরিন্দম গাঙ্গুলি সহ অনেকে। চন্দন রায় চৌধুরী তাঁর সঙ্গীত জীবন শুরু করেন পঃ ইয়াশরাজের কাছে তালিম নিয়ে। তারপর তিনি সেঁতারে সঙ্গত নেন নিভা ভাদুরি ও মুস্তাক আলি খানের কাছে। তিনি দেশে ও বিদেশে সেঁতার বাদক হিসাবে অনেক অনুষ্ঠান করেন। তিনি ছায়াছবিতেও সুরকার হিসাবে কাজ করেছেন যেমন মৃণাল সেনের ” মহাপৃথিবী”, অপর্না সেনের “সতি” ছবিতে। তিনি ছোট পর্দায় অনেক সিরিয়ালে সুরকার হিসাবে কাজ করেছেন যেমন জন্ম ভুমি, নয়নতারা, কড়ি দিয়ে কিনলাম, এক আকাশের নীচে ইত্যাদি। অনুষ্ঠানে আজকের প্রতিষ্ঠিত শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন। প্রচারে : পিনাকেল কমিউনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *