বিনোদন

হামিদ দিয়ে শুরু হবে ৯ম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০২০

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৮ই জানুয়ারি ২০২০ : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মান আগের থেকে অনেক বেড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে, ঠিক একই ভাবে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এবছর তাদের ৯ম বর্ষ। ১৯শে জানুয়ারী নবম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব এর সূচনার আগে এক সাংবাদিক সম্মেলনে জানালেন তথ্য ও সংস্কৃতি বিভাগের সেক্রেটারি শ্রীমতী পিয়ালী সেনগুপ্ত, সাথে ছিলেন শিশু কিশোর একাডেমীর তরফে শেখর চ্যাটার্জী, সাংবাদিক নির্মল ধর প্রমুখ।

নন্দনে এবছর উদ্বোধনী ছবি আজীজ খান পরিচালিত ছবি “হামিদ”-দেখানো হবে।উৎসবে ৩৫টি দেশের প্রায় আড়াইশো ছোটদের ছবি দেখানো হচ্ছে।আট দিনের এই উৎসব শহরে দশটি প্রেক্ষাগৃহে দেখানো হবে যার মধ্যে আছে নন্দন ১,২ ও ৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, চলচ্চিত্র শতবর্ষ ভবন, অহিন্দ্র মঞ্চ, রবীন্দ্র তীর্থ, স্টার থিয়েটার।স্টিভেন স্পিলবার্গ, তপন সিনহা, নাগেস কুকুনুর রেট্রোস্পেক্টিভ বিভাগে এনাদের ছবি ছোটরা দেখতে পাবে।শিশু কিশোর একাডেমি বেশ কয়েক বছর ধরে এই উৎসবকে সাফল্যের সাথে পরিচালনা করে আসছেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, প্রিন্সিপ্যাল সেক্রেটারি বিবেক কুমার, আইজ খান, তালহা আরশাদ রেশি ও লাইলা জরদি, পরিচালক সন্দীপ রায়,শিশু কিশোর একাডেমির চেয়ারম্যান শ্রীমতী অর্পিতা ঘোষ সহ অনেকে। উদ্বোধনের দিন হামিদ ছবির পরিচালক ও খুদে অভিনেতা তালহা আরশাদ বেশি র হাত ধরে উৎসব মুখর হবে । নীচে আমরা বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবির তালিকা প্রকাশ করলাম। অনুষ্ঠান চলবে আগামী ২৬শে জানুয়ারী পর্যন্ত্য।

Venue : Nandan

Rabindra Sadan and Sisir Mancha

South Kolkata

North Kolkata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *