বিনোদন

প্রকৃতির উদ্যোগে হাওড়াতে সূচনা হল শিল্পীদের জন্য স্টুডিও

নিজস্ব প্রতিনিধি, তকমা নিউজ, কলকাতা, ২০শে মে ২০২৩ : সম্প্রীতি হাওড়া তে খুললো নতুন এক স্টুডিও , স্টুডিও ও৫, উদ্যোক্তা শ্রী সুমন মৈত্র, তার বাসস্থানটিকে রূপান্তরিত করলেন ছবি এবং ভাস্করজের মানুষদার উত্সহিত করতে। মনোরম তিন তলা এ বাংলোটি সেজে আছে প্রকৃতির ছায়ায় আর ছবিতে। আবশর প্রাপ্ত এই ইঞ্জিনিয়ার চান দেশে বিদেশে তার ভালবাসার মানুশদের নিয়ে ছবিতে মেতে থাকতে।

তাই প্রথম উপস্থাপনা আকার-এর হাত ধোরে পিঙ্গলার পটচিত্রের শিল্পীদের দিয়ে শ্রী রাজীব দেয়াসী নির্দেশনা করলেন পটচিত্রের কর্মশালা। উপশীত চিলেন বাংলাদেশ এর শিল্পি লিমিয়া দেওয়ান, সুব্রত ঘোষ, ও অন্যান্য শিল্পীবৃন্দ।

অবাক করা এক কর্মশালায় পরিণত হয়েছিল এই প্রচেষ্ঠা ১৩ই মে ২০২৩। প্রকিতির মহিমায় পরিধান ও কাগজ দুই সেজে উঠেছিল রঙে আর পৌরানিক গল্পে। এই কার্জশালায় শুধু ছবি আঁকা ছিলনা, ছিল পটচিত্রের গান আর গ্রাম ও শহরের মেলবন্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *