ফের এক মহিলা নির্দেশকের বাংলা ছবি “কোলে বর” মানুষকে এক অন্য স্বাদ দেবে
অম্বর ভট্টাচার্য্য, তকমা নিউজ, কলকাতা, ৯ই এপ্রিল ২০২৫ : গত সাত এপ্রিল 2025 তারিখে, দক্ষিণ কলকাতার একটি নামি রেস্তোরায় “কোলেবর” সিনেমার ট্রেলার এবং মিউজিক লঞ্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

মৌমিতা মুখার্জী পরিচালিত, রাজু মন্ডল প্রযোজিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন শুভ্রমিত মুখার্জি, বর্ণালী দে, বিশ্বজিৎ চক্রবর্তী, পিংকি ব্যানার্জি, রাজু মজুমদার, স্যান্ডি সাহা, দেবাশীষ গাঙ্গুলী, অমৃতেন্দু কর, সুমন বিশ্বাস, শুভমিতা মুখার্জি সহ আরো অন্যান্যরা।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম দেব, গান গেয়েছেন তানিমুনি, শুভমিতা, লহনা দাস, সৌরভ দে, অয়ন বিশ্বাস প্রমুখেরা। ছবিটির গণমাধ্যম প্রচার করেছেন পি.আর জংশন। খুব তাড়াতাড়ি শহর এবং তার বাইরের সিনেমাহল গুলিতে প্রদর্শিত হবে কোলেবর সিনেমাটি। পরিচালক সহ কলাকুশলীরা ভীষণভাবে আশাবাদী, যে সিনেমাটি দর্শকের মন জয় করে নেবে।
