বিনোদন

অরিজিৎ চ্যাটার্জি নির্দেশিত বাংলা গানের ছবি “ব্যান্ড-হু”-র শুটিং শুরু

নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ২৯শে অক্টোবর ২০১৯ : ‘বন্ধু’ ব্যান্ডের চিফ ভোকালিস্ট সৈকত যখন কিছু নতুন ছেলে মেয়ে নিয়ে ব্যান্ড ছেড়ে চলে যায়, তখনও সবাই আশা নষ্ট করে দিতে পারে না। শেষ বারের মত লড়াই-এর প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামে। কিন্তু অর্ক, জিশা, রাজু, তন্ময়রা হাল ছাড়ে না। কিন্তু বাজারে, সৈকত দল ছেড়ে চলে যাওয়ার খবরটা ছড়িয়ে পড়লে যে টুকু ছোট খাটো প্রোগ্রামের কনট্রাক্ট আসতো তাও বন্ধ হয়ে যায়। ব্যান্ডটাকে বন্ধ করে দেওয়ার প্রস্তাব আসে। ঠিক হয় সবাই মিলে নর্থ বেঙ্গলে কয়েকটা দিন একসাথে কাটাতে যাবে।

নর্থ বেঙ্গলের একটা বার কাম রেস্তোরাঁয় যখন স্বেচ্ছায় তাদের প্রিয় গান শোনায় তখন একজন মহিলা (রঞ্জনা) অর্কের দিকে অবাক। রিসর্টে এসে এদের সাথে দুই বোন মানালি ও সোনালির সাথে আলাপ হয়। ওরাও বন্ধু ব্যান্ডের সাথে মিশে যায়। নানা চড়াই উৎরাই পার করে এরা একে অপরের কাছে আসতে শুরু করে। পাহাড়েই আবহাওয়ায় প্রীতম সোনালীকে, তনুময় মানালিকে এবং অর্ক জিশাকে প্রেমের প্রস্তাব দেয়। হঠাৎ জানা যায় সোনালি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। অন্যদিকে রঞ্জনা এসে দাবি করে অর্ক আসলে তার প্রেমিক। সৌম্যর অচিরেই ভুল ভাঙে। তাদের মধ্যে চুক্তি হয়, বন্ধু ব্যান্ড সৌম্যর লেখা গান ও সুর দেওয়া গান দিকে দিকে ছড়িয়ে দেবে। সে গানের অ্যালবামের প্রযোজনা করবে।তড়িঘড়ি কলকাতা ফিরে বন্ধু ব্যান্ড অ্যালবাম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।

কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। এসে উপস্থিত হয় আরও এক বিপদ। এই অবস্থায় সত্যিই কি তাদের সাধের ব্যান্ড থাকবে? না কি এটাই তাদের শেষ উদ্যোগ হয়ে উঠবে? এই নিয়ে শুটিং শুরু হল দক্ষিণ কলকাতার ভারত লক্ষ্মী স্টুডিওতে।

ওম অসেন নিবেদিত এবং রজত সাহা, সঞ্জয় দাস ও রাজু ঘোষ প্রযোজিত “ব্যান্ড-হু” ছবির পরিচালনা করেছেন অরিজিৎ চ্যাটার্জি। ছবির গল্প লিখেছেন অরিজিৎ ও রজত এবং চিত্রনাট্য প্রামিত ঘোষ। ছবিতে অভিনয় করেছেন সমাদর্শী, পায়েল মুখার্জি, পূজারিণী, সৌরভ দাস, বিশ্বনাথ, সৌরভ চক্রবর্তী, সন্দীপ সহ অনেকে। প্রচারে : রিদ্যম এনটারটেনমেন্ট। ছবি : বিশ্বজিত সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *