দোহারের ২০ বছর পুর্তীতে “বহুসুর বহুস্বর” গানের অনুষ্ঠান ও ভাওয়াইয়া গানের কর্মশালা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১১ই সেপ্টেম্বর ২০১৯ : সাম্প্রতিক প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে “দোহার”-এর পক্ষ থেকে ঘোষণা করা হল দোহারের ২০ বছর পূর্তীতে তাদের উদ্যোগে ও ব্যবস্থাপনায় ১৪ই সেপ্টেম্বর ও ১৫ই সেপ্টেম্বর ভাওয়াইয়া গানের কর্মশালা ও “বহুসুর-বহুস্বর”-লোকায়ত নাগরিক বাঁধো পরস্পর শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পি সি চন্দ্র গার্ডেন্সে। এই কর্মশালা পরিচালনা করবেন উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের কিংবদন্তী শিল্পী আয়েশা সরকার এবং ভাওয়াইয়া গানের গবেষক জয়ন্ত বর্মন। দোহারের ২০ বছর পূর্তীতে গত ৭ই আগস্ট “বাংলার মুখ” অনুষ্ঠিত হয় এবং ৩০শে আগস্ট কালিকা প্রসাদের স্মারক বক্তৃতা প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। দোহারের ২০ বছর পূর্তী উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন পরিকল্পনা ও কর্মশালার আয়োজন করবে দোহার। প্রচারে : পিনাকেল কমিউনিক।