বিনোদন

আকাশগঙ্গায় ছড়িয়ে থাকা গ্রহ তারা ও তাদের ঐশ্বরিক ক্ষমতা মানুষ কে ভাবিয়েছে

অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ১৮ই নভেম্বর ২০২২ : শুধু ভারতে নয়, সারা পৃথিবীতেই, বহু প্রাচীন কাল থেকেই জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান একটি প্রাসঙ্গিক জ্ঞান চর্চা। আকাশগঙ্গায় ছড়িয়ে থাকা গ্রহ তারা ও তাদের ঐশ্বরিক ক্ষমতা মানুষ কে ভাবিয়েছে। আজ ও আমাদের চারদিকে থাকা বেশির ভাগ মানুষ জন জ্যোতিষশাস্ত্র মেনে চলেন, ধারণ করেন নানান আংটি মাদুলি ও ধাতু। উল্টো দিকে, তথাকথিত বিজ্ঞান মনস্কতা জন্ম দিয়েছে সন্দেহ। কারোর কাছে জ্যোতিষশাস্ত্র অপবিজ্ঞান। কোনটা ঠিক? কোন পক্ষই বা বৈজ্ঞানিক? এই তর্কের শেষ ই বা কোথায়? অথচ এমন একটি বিষয় নিয়ে এর আগে কোনো ভাষা তেই কোনো সিনেমা বানানো হয় নি। মানুষ ও ভাগ্য এই দুইয়ের ওপর ভিত্তি করে উঠে আসেনি কোনো কন্টেন্ট। ঠিক এই জায়গা থেকেই আয়ূ রেখা গল্পের সূত্রপাত। জ্যোতিষশাস্ত্র, বিজ্ঞান না অপবিজ্ঞান, ঐশ্বরিক না ভাওতাবাজি, তা নিয়েই টানটান উত্তেজক এই সিরিয়াল কিলার থ্রিলার যা সব ধরণের দর্শকের মনোরঞ্জন করবে। ছবির শেষের টুইস্ট টি অবশ্যই দর্শককে চমকে দেবে। এই নিয়ে আসছে বাংলা ছবি “আয়ুরেখা”

Pic : Rajib Mukherjee

বনি:
চরিত্রের নাম ভাস্কর। গল্পের অন্যতম আকর্ষণ এমন একজন সিরিয়াল কিলার যে জ্যোতিষশাস্ত্র এ পারদর্শী এবং সে খুন গুলিও করে সব দিন ক্ষণ তিথি ও পুঁথি মেনে। যার ফলে, তার প্ল্যানিং এর পরতে পরতে থাকে উত্তেজনা। আকাশের চন্দ্র সূর্য গ্রহ তারা কিভাবে তার শিকার কে প্রভাবিত করছে এই নিয়ে উঠে এসেছে বহু প্রাচীন বিশ্বাসের প্রসঙ্গ। মূলত তার চোখ দিয়েই আমরা যেন জ্যোতিষশাস্ত্র বিষয় টি ভালো ভাবে বুঝতে পারি। এবং শুধু এই কারণেই সাধারণ বুদ্ধিতে তাকে ছোঁয়া যায় না।

Pic : Rajib Mukherjee

ঋত্বিক:
গল্পের চরিত্র —–। এক অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ইনস্পেক্টরের ভূমিকায়। এক দুর্ঘটনায় হারিয়েছে তার স্ত্রী ও কন্যা কে। চলে গেছে অজ্ঞাতবাসে। অথচ এক কুখ্যাত সিরিয়াল কিলার কে ধরার জন্য আবার ডাক পড়ে তার। তদন্তে উঠে আসে অনেক কিছু। এবং অবশেষে তার নিজের পর্যবেক্ষণ ক্ষমতা কে কাজে লাগিয়ে সে বুঝতে পারে আসল রহস্য। জ্যোতিষশাস্ত্র এর খুঁটিনাটি রপ্ত করে পৌঁছে যায় খুনির কাছাকাছি।

Pic : Rajib Mukherjee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *