বিনোদন

সোনারপুরে গ্রীনপার্ক উন্নয়ন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রথমবার ইলিশ উৎসব সাড়া ফেলল

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১০ই সেপ্টেম্বর ২০১৯ : বর্ষা সেভাবে না হলেও রাজ্যে ইলিশ উৎসবের কোন ঘাটতি হয় নি। এবার সোনারপুর উত্তরে প্রথমবার ইলিশ উৎসব আয়োজন করেছিল গ্রীনপার্ক উন্নয়ন প্রতিষ্ঠান। ইলিশ উৎসবের উদ্যোক্তা সৌমিত্র কর জানান, প্রথমবার এই ইলিশ উৎসব আয়োজন করতে পেরে খুব ভাল লাগছে। আমরা সকলের কথা মাথায় রেখে ইলিশ উৎসবে অংশ

নেওয়ার জন্য মাত্র ২৫০ টাকা ধার্য করেছিলাম। সব জায়গায় ৬০০টাকা থেকে ৮০০ টাকা নেওয়া হয়, তাতে অনেকের ইচ্ছা থাকলেও উপায় থাকে না। আমরা ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের পাথুরি, ইলিশ মাছের তেল, ইলিশ মাছের চচ্চড়ি করেছিলাম কারণ অতিরিক্ত পদ হলে মানুষ তৃপ্তি করে খেতে পারে না। এবছর ৬০ জন অংশগ্রহণ করেন তবে আশা রাখবো সামনের বছরে আরও মানুষকে পাবো। এই উৎসবে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম, স্থানীয় পুরপিতা ও সি আই সি নজরুল আলি মন্ডল, বিশ্বজিত দাস (নন্দ), রবীন কর, অরুণ দাস, সুবীর পাল সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *