বিনোদন

গ্রীবস মিডিয়া ও প্রোডাকশন ঘোষণা করল আগামীদিনের বহু কর্মসূচী তাদের নাচে গানে বাৎসরিক অনুষ্ঠানে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১০ই সেপ্টেম্বর ২০১৯ : গ্রীবস মিডিয়া বর্তমানে ইভেন্ট ও সিনেমার দুনিয়ায় এক উজ্জ্বল নাম। তাদের শুধু সিনেমা বা ইভেন্ট নয়, তারা নির্মান কাজেও অগ্রগতির মুখ দেখছে। সাম্প্রতিক তাদের সংস্থার দ্বিতীয় বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পায়েল সরকার, শ্রাবন্তী চ্যাটার্জি, রূপসা চ্যাটার্জি, সঞ্জনা ব্যানার্জি, ওলিভিয়া সরকার, ইপ্সিতা, রিমঝিম, পৌলমী দাস সহ অনেকে।

বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে জানানো হয় গ্রীবস-এর আগামীদিনের কর্মসূচী। অনুষ্ঠানে জানানো হয় অভিনয়ের ক্ষেত্রে নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার ব্যাপারে তাঁরা অঙ্গিকারবদ্ধ। এছাড়া তাদের ৫টা মিউজিক চ্যানেল রয়েছে সেখানেও তাঁরা নতুন প্রতিভাদের জায়গা করে দিতে চায়। এব্যাপারে মুম্বাই খ্যাত জাকির হোসেনের পরিচালনায় হচ্ছে। আগামী বছরের মধ্যে সঙ্গীত দুনিয়ার চ্যানেলে গ্রীবস মিউজিক বাংলা এক নম্বর স্থানে উঠে আসবে। গ্রীবস মিডিয়া এই বছরে নিয়ে আসছে যার মধ্যে রয়েছে ১৫ই নভেম্বর মুক্তি পাচ্ছে “বিপ্লব আজ ও কাল”, “২০০৯”, আগামী মার্চ অথবা এপ্রিলে মুক্তি পাবে হিন্দি ছবি “আঁচ”। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফারুক উদ্দিন, রহমান, প্রশান্ত দাস, সৌরভ চ্যাটার্জি সহ অনেকে। প্রচারে : ব্ল্যাকবেরি। ছবি : বিশ্বজিত সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *