গেম চেঞ্জারের ভূমিকায় ILEAD, ঋতাভরীর দাবি কলকাতায় ৩৭০টা সৌচালয়ে ন্যাপকিন ভেন্ডিং মেশিনের
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৭শে ফেব্রুয়ারি ২০২০ : আমরা আমাদের কাজ করার, খাওয়ার, ভ্রমণ করার বা এমনকি বিনোদন দেওয়ার পদ্ধতি পরিবর্তন করছি। নতুন ব্যবসায়িক ধারণা, উদীয়মান প্রযুক্তিগত সহায়তা, বিকশিত শিল্প ফর্ম এবং আধুনিক সৃজনশীল অভিব্যক্তি সহ ব্যবসায়, শিল্প ও প্রযুক্তি জগতের গেম পরিবর্তনকারীরা আমাদের কল্পনাতীত ভবিষ্যতের সম্ভাবনার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে 35 কলেজকে স্বাগত জানাই। বিগ বাস্কেটবলের মুফতারক মিঃ অভিনেন চৌধুরী, যিনি ভারতীয়দের মুদি শপিংয়ের পদ্ধতিটি বদলেছিলেন, মিঃ রোহিত প্রসাদ, আমাজনের অ্যালেক্সার পিছনে থাকা ভারতীয় মস্তিষ্ক যা আমাদের বাড়ি পরিচালনা করার পদ্ধতিটি রূপান্তরিত করেছে, মিঃ ক্যাপিল শর্মা। এমন একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যিনি দেশের স্ট্যান্ড-আপ কমেডি জনপ্রিয় করেছেন বা মিঃ। এর ১০ বছরের যাত্রায় ILEAD এই বিকশিত পরিবর্তন গুলির সাথে সাক্ষী হয়েছে এবং বেড়েছে। – সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে নিজেকে গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত করতে হবে। এই নিয়ে ILEAD তাদের ক্যাম্পাসে বিভিন্ন কলেজ ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করে কলেজ ফেস্ট প্রতিযোগিতা “ম্যানাজেডিয়া ২০২০-শেরিসালিস”।
এই উপলক্ষে সাম্প্রতিক ILEAD-এর দ্বিতীয় ক্যাম্পাসে বসেছিল সেরকমই এক পরিবর্তনের আড্ডা। এদিন সেখানে উপস্থিত হয়েছিলেন ৬ই মার্চ মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি “ব্রহ্মা জানেন গোপন কম্মটি”-র কুশলীরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, ছবিতে সঙ্গীত শিল্পী সুরাঙ্গনা ব্যানার্জি, উজ্জয়নী মুখার্জি ও রুদ্র। এই ছবিটি সত্যিই সমাজের এক চলে আসা রীতিকে পরিবর্তনের পক্ষে যথেষ্ট।
প্রথম বার উইনডোজ়-এর প্রযোজনায় ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে কাজ করছেন ঋতাভরী চক্রবর্তী (শবরী) এবং সোহম মজুমদার (বিক্রমাদিত্য)।ছবির একটাই বার্তা সমাজে মহিলাদের বেশ কিছু কাজে প্রাধান্য দেওয়া হয় না। কেন সেই প্রাধান্য দেওয়া হবে না, এর প্রতিবাদই হল ছবির মূল রহস্য। পুরুষ ব্রাহ্মনদের দিয়ে আর কন্যাদান নয়, এবার মহিলারা তাদের নিয়মে বিয়ে দেবে, এবার থেকে মহিলারাও করবে কন্যাদান, ঋতুস্রাব নিয়ে যে সমাজে একটা ভুল ধারণা চলে আসছে তার সচেতনতা হল ছবির আরেকটা প্রতিবাদ। অনুষ্ঠান মাতিয়ে তোলে সুরাঙ্গনা ও উজ্জয়নীর ছবিতে গাওয়া সেই হিট করা গান।ঋতাভরী সকলের উদ্দেশ্যে বলেন আজকের মেয়েরা আর নিজেদের লুকিয়ে রাখতে চায় না, প্রতিবাদ করতে চায়, সমাজে সেই পুরানো রীতি নীতি নিয়ে পরিবর্তন চায়। মেয়েরা এখন পুরুষদের সাথে তাল মিলিয়ে এগোতে চায়। তার শুরুটা এই কলেজ জীবন থেকেই নিতে হবে। এরসাথে তিনি এটাও জানান কলকাতায় কর্পোরেশনের ৩৭০টা সুলভ সৌচালয়ে আমরা উদ্যোগ নিচ্ছি মহিলাদের জন্য ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর।প্রচারে মাইহো প্রোডাকশন।