বিনোদন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় –এর অনুপ্রেরনায় বিধায়ক ব্রাত্য বসুর উদ্যোগে দমদম পৌরসভার পরিচালনায় দমদম উৎসব-২০২০

বিশেষ প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ৩রা জানুয়ারি ২০২০ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরতে প্রচুর উৎসবের সূচনা করেছেন যার মধ্যে একটি “দমদম উৎসব”। এবছর দমদম বিধানসভার বিধায়ক নাট্যশিল্পী ব্রাত্য বসু-র উদ্যোগে ও দমদম পৌরসভার পরিচালনায় লিচু বাগান মাঠ (গোরাবাজার)-এ “দমদম উৎসব” উদ্বোধন হয়ে গেল ২ জানুয়ারি চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু  (বিজ্ঞান, প্রযুক্তি মন্ত্রী), প্রধান অথিতি- সাংসদ অধ্যাপক সৌগত রায়, রাজ্যের মন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিক (খাদ্য সরবরাহ মন্ত্রী), পৌর প্রধান, দমদম পৌরসভা হরেন্দ্র সিং ও বরুন নট্ট (উপ পৌর প্রধান, দমদম পৌরসভা) এবং সকল পৌরমাতা ও পৌরপিতারা ।দমদম উৎসবের সূচনার পর সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুরজিৎ ও বন্ধুরা।প্রচারে সুদীপ যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *