বিনোদন

ফ্যাশন ডিজাইনার জ্যাসমিন সেরা সুন্দরী হিসাবে ধরা পড়ল অভিনেতা আরবাজ খানের হাতে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৭ই ডিসেম্বর ২০১৯ : লরেটো কলেজে পড়ার পাঠ শেষ তারপর সেই ছোটবেলার স্বপ্ন চোখে নিয়ে শুরু হয় জ্যাসমিনের ফ্যাশন ডিজাইনের কাজ। সেই স্বপ্ন পূরণ করতে জ্যাসমিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে পড়াশুনো শুরু করে।সব ধরনের শিল্পশৈলী নিয়ে নাড়াচাড়া করতে ছট্টোবেলা থেকেই ভালবাসতো আর সেই থেকেই বছর ৩ হল জ্যাসমিন এখন একজন পরিণত ফ্যাশন ডিজাইনার।বহু প্রতিষ্ঠিত মডেলদের সুন্দর করে সাজিয়ে তোলার কাজ করেছে। এরই পাশাপাশি জ্যাসমিন আবার কত্থক ও পাশ্চাত্য নৃত্যে পারদর্শীও বটে। শিল্পকলা তখনই আসে যখন কেউ প্রকৃতিকে ভালোবাসে আর জ্যাসমিন যেমন প্রকৃতিকে ভালোবাসে ঠিক একইভাবে বই পড়তে খুবই ভালোবাসে। এভাবেই চলছিল জ্যাসমিনের কাজের ফাঁকে বিভিন্ন বিষয়ের উপর জানার আগ্রহ, তবে সবটাই সৌন্দর্য্যকে ঘিরে, এবং সুন্দর করে দেখার আগ্রহকে ঘিরে।

কিন্তু সেই কিশোরী বয়সে তার চোখে একটা সুপ্ত স্বপ্ন ছিল, নিজের মাথায় সুন্দরীর মুকুট পড়বে। কাউকে সুন্দর করে তুলতে পারে জ্যাসমিন ঠিকই কিন্তু নিজেকে কিকরে সুন্দর হিসাবে প্রতিষ্ঠিত করবে এই চিন্তা যখন জ্যাসমিনের মাথায় তখনই হাতের সামনে চলে এল সেই স্বপ্নপূরণের সুযোগ। জিও কিং অ্যান্ড কুইন প্রতিযোগিতায় একধরনের খেলার ছলে নিজের নাম নথিভুক্ত করে ফেলে। এরপর ধাপে ধাপে এগোতে থাকে জ্যাসমিন তার স্বপ্নপূরণের লক্ষ্যে। সাম্প্রতিক জিও কিং অ্যান্ড কুইন প্রতিযোগিতায় নিজের অজান্তেই হয়ে ওঠে সেরা সুন্দরী, মানে রঙের রানী।কলকাতা, দিল্লি, মুম্বাই, লখনৌ সহ আরও অনেক শহরের প্রতিযোগীদের এক এক করে পরাজিত করে এগিয়ে যেতে থাকে জ্যাসমিন। সবশেষে বলিউড অভিনেতা আরবাজ খানের হাতে ধরা পড়ল জ্যাসমিন যখন মাইকে ফুকে জ্যাসমিন মিত্র নাম ঘোষণা করা হল “জিও কিং অ্যান্ড কুইন” প্রতিযোগিতায় সেরা “মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০১৯”।

বলিউড অভিনেতা আরবাজ খানের হাতে মুকুট উঠল জ্যাসমিনের মাথায়।এই প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয় দুবাইতে।যদিও জ্যাসমিনের প্রথম মুকুট ওঠে এই প্রতিযোগিতায় “সেরা ফটোজেনিক” সাব টাইটেলে বিজয়ী হিসাবে।চুরান্ত পর্বে বিচারক ছিলেন অভিনেতা আরবাজ খান, সরোদবাদক পঃ দেবজ্যোতি বসু, গ্রূমিং এক্সপার্ট লিসা বর্মন, গ্রূমিং এক্সপার্ট লিজা ঘোষ ও বলিউড মডেল জর্জিয়া আন্দ্রিয়ানি। জ্যাসমিন মিত্র বলেন আমি আজ স্বার্থক কারণ আমি মনে করি সুন্দর করতে আর সুন্দরী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই আমি জন্মেছি। আজ আমি সফল হলেও আমাকে আরও অনেক তৈরি হতে হবে কারণ ফ্যাশন দুনিয়ায় আমাকে অনেক দূর যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *