বিনোদন

দীনবন্ধু এন্ড্রুজ কলেজে প্রাক্তনীদের মিলন উৎসবে উঠে এল পুরানো স্মৃতি

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৭ই ফেব্রুয়ারি ২০২০ : ৯ ই ফেব্রুয়ারি, দীনবন্ধু এন্ড্রুজ কলেজ সংলগ্ন মাঠে প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত হল, দীনবন্ধু এন্ড্রুজ কলেজের প্রাক্তনীদের মিলন অনুষ্ঠান “পুনর্মিলন ২০২০”। অনুষ্ঠানে প্রাক্তনী রা ছাড়াও উপস্থিত ছিলেন, কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরপ্রসাদ সমাদ্দার, এবং কলেজের বর্তমান গভর্নিং বডির মেম্বার প্রণবেশ মন্ডল, এলাকার কাউন্সিলর শ্রী অরূপ চক্রবর্তী এবং কলেজের বর্তমান অধ্যাপকগণ ও অশিক্ষক কর্মীদের মধ্যে অনেকেই। শুধু ছাত্র ছাত্রী নয়, কলেজের সাথে সম্পর্কিত এই মানুষগুলোকে নিয়েই যে যথার্থ পুনর্মিলন সম্ভব তা চোখের সামনে ফুটে উঠল এই অনুষ্ঠানে। পুরপিতা অরূপ চক্রবর্তী বলেন এরকম অনুষ্ঠানে সবরকম সাহায্য করার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও করবেন।

প্রণবেশ মন্ডল বলেন, এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন এর কাঠামো তৈরী হবে এবং সে কাজে বর্তমান গভর্নিং বডি সর্বোতভাবে সাহায্য করবে। ১৯৫৮ থেকে ২০১৯ এ প্রাক্তনী হওয়া বিভিন্ন বিভাগের এক বিরাট এবং বৈচিত্রপূর্ণ ছাত্র সমাবেশ এই আনন্দানুষ্ঠানকে এক অদ্ভুত ভালোলাগায় ভরিয়ে রেখেছিল।গানে, গল্পে, স্মৃতিচারনায়, মুখরিত ছিল প্রাঙ্গন আর সঙ্গে ছিল খাওয়া দাওয়া । প্রায় দুই, তিন দশক পর দেখা হওয়া বন্ধুদের দেদার আড্ডা, হইচই, নাচ, গান আর পুরনোদের সঙ্গে সদ্য প্রাক্তনীদের এক অপূর্ব মেলবন্ধনের সাক্ষী হয়ে হয়ে রইল দীনবন্ধু এন্ড্রুজ কলেজ প্রাঙ্গন ৯ ই ফেব্রুয়ারি-র সন্ধ্যাতে। কত পুরানো দিনের খুনশুঁটি, কত ফেলে আসা প্রেম, কত ভুলে যাওয়া অভিমান, কত ঝগড়া, কত মান-অভিমান, কত প্রতিযোগিতা ফের একবার চাপা পড়ে যাওয়া মনে ফের একবার উঁকি দিয়ে নাড়া দিয়ে গেল সকলের মনে। মনে তখন ফের হল, ফের একবার ফিরে পাবো কি সেই ফেলে আসা দিনগুলো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *