বিনোদন

মুক্তি পেল মানবেন্দ্র চক্রবর্তী-র কণ্ঠে মিউজিক অ্যালবাম “তোমাদের অনুরোধে”

অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ২৭শে সেপ্টেম্বর ২০২৩ : ‘রাগা মিউজিক’-এর তরফ থেকে প্রকাশিত হল ১০ টা গানের নতুন বাংলা মিউজিক অ্যালবাম ‘তোমাদের অনুরোধে’।

গীতিকার সুব্রত ঘোষাল-এর ৮ টা ও সুষমা ঘোষাল-এর ২ টো গানের কথা, সুর ও পরিচালনায় এবং মানবেন্দ্র চক্রবর্তী-র কণ্ঠে ১০ টা গানের মিউজিক অ্যালবাম ‘তোমাদের অনুরোধে’-এর শুভ মুক্তি ঘটল আজ প্রেস ক্লাব, কলকাতা।

আনন্দঘণ মুহূর্তে উপস্থিত ছিলেন প্রেমকুমার গুপ্তা, ইন্দ্রাণী সেন, সুমিত্রা খাসনবিশ, রাজন্যা হালদার, অভিনেত্রী ঋত্বিকা সেন, সাংবাদিক কাজী গোলাম গউস সিদ্দিকী, পণ্ডিত স্বপন সেন, সুব্রত ঘোষাল, সুষমা ঘোষাল ও সতীনাথ মুখার্জি-র মতো বিশিষ্ট জন।

প্রসঙ্গত উল্লেখ্য, অষ্টম শ্রেণী থেকে সঙ্গীত সাধনা শুরু করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতক হন শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী।
বর্ণময় জীবনে তিনি একদিকে যেমন বেতার ও দূরদর্শনে সঙ্গীত পরিবেশন করেছেন তেমনই বিভিন্ন রাজনৈতিক সভাতেও সাফল্যের সাথে সঙ্গীত পরিবেশন করেছেন এই কণ্ঠসঙ্গীত শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *