বিনোদন

শ্যামল বোস নির্দেশিত “দৃষ্টি ও নতুন সকাল” ছবি দুটোর মিউজিক রিলিজে মৌবনী

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৬ই জুলাই ২০১৯ : শিবপ্রসাদ একজন অনাথ, সে অতি সৎ, সরল ও আপনভোলা মানুষ। এই কারণে গ্রামের মানুষ তাকে অতি ভালোবাসে কারণ সে অতি পরোপকারী। অন্যের দরকারে সে ঝাপিয়ে পড়ে। শিবার স্ত্রী পূজা তার স্বামীকে নিয়ে বেশ খুশি। প্রতিবেশী রাম ও তার স্ত্রী পূজার সবসময়ের সঙ্গী। শিবা গ্রামে মাছের ব্যাবসা করে আর তা দিয়ে তার সংসার চলে। একদিন শিবা গ্রামের খুব জাগ্রত কালী বাড়িতে পুজো দিতে গিয়ে দেখে মন্দিরের সামনে একটা মেয়ে বসে কাঁদছে। তাকে গিয়ে শিবা প্রশ্ন করে এত কাঁদছে কেন, উত্তরে মেয়েটি জানায় অভাবের জ্বালায় তার বাবা ও মা দুজনেই আত্মহত্যা করেছে। তাদের আলু ব্যবসা ছিল কিন্তু আজ তার আর কোথাও থাকার জায়গা নেই। পূজা ও শিবা সব শুনে মেয়েটিকে বাড়ি নিয়ে আসে এবং তাদের নিজেদের বোনের মত মানুষ করে। মেয়েটি খুবই মেধাবী। বেশ চলছিল তাদের জীবন কিন্তু তাদের জীবনে ঘটে এক ছন্দপতন। শিবার সেই বোনের সাথে বন্ধুত্ব করে তলে কলেজের ছাত্র সায়ন। মেয়েটা ভাবে সায়ন তাকে ভালোবাসে কিন্তু সায়নের মনে ছিল অন্য ভাবনা। সায়ন শিবার বোন মেঘাকে ভোগ করতে চায়, একইসাথে শিবার স্ত্রীকেও ভোগ করতে চায়। কিন্তু মেঘা যখন সব বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। গল্পের গতি চরমে ওঠে যখন শিবা-র স্ত্রী পূজার হাতে সায়ন খুন হয়। একদিকে সায়নের খুনের ঘটনাকে দুর্ঘটনা হিসেবে চালাতে চায় আর অন্যদিকে সায়নের বাবা-মা প্রভাবশালী হওয়ায় তারা এই যুদ্ধে জিততে চায়। যুদ্ধ শুরু হয় শিবা বনাম সায়নের বাবা ও মায়ের মধ্যে।তদন্তের জাল নিজের হাতে আনতে সায়নের বাবা প্রাইভেট ডিটেকটিভ লাগায়। কিন্তু শেষ অবধি কি হতে চলেছে জানতে দেখতে হবে ছবি মুক্তি পেলে।সঞ্জয় বিশ্বাস ও সৌরভ বোসের প্রযোজনায় এবং কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় শ্যামল বোসের ছবি “দৃষ্টি” ছবিতে অভিনয় করেছে সৌমিত্র চ্যাটার্জি, বিশ্বজিত চক্রবর্তী, পল্লব ঘরামি, সানা ভট্টাচার্য, শর্মিলা ভট্টাচার্য, সাইকো মান্না, রাম বেরা, মলয় মন্ডল, শিল্পা রায় চৌধুরী, বৈশাখী দাস, পারমিতা ব্যানার্জি, সৌমিলী বিশ্বাস, প্রাচী দেব, জয়িতা মিত্র, বৈশাখী দেব ও শ্যামল বোস। সঙ্গীত রাহুল মজুমদার, সৌরভ, সোনালী চৌধুরী, কোকো। সাম্প্রতিক এক সাংবাদিক সম্মেলনে দুটো বাংলা ছবি “দৃষ্টি” ও “নতুন সকাল”-এর মিউজিক লঞ্চ হল। “দৃষ্টি” ছবি মুক্তি পাবে ২রা আগস্ট এবং “নতুন সকাল” মুক্তি পেতে চলেছে সেপ্টেম্বর মাসে।অনুষ্ঠানে উপস্থিত ছিল মৌবনী সরকার সহ ছবির কলাকুশলীরা। প্রচারে আদিত্য চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *