সঙ্গীতের নিজস্ব OTT প্ল্যাটফর্ম MYCIRCLE.COM-এর আনুষ্ঠানিক প্রকাশ করলেন মন্ত্রী সুজিত বসু
করোনা পরিস্থিতিতে মানুষ যখন প্রায় দিশাহীন, সেরকম পরিস্থিতিতেও যাতে মানুষকে গান শুনিয়ে আনন্দ দেওয়া যায় সেই চেষ্টায় খামতি রাখছে না MYCIRCLE.COM। এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রথম পদক্ষেপ হিসাবে পুজোর গানের ডালি নিয়ে এল MYCIRCLE.COM।রুপঙ্কর বাগচী, জয়তী চক্রবর্তী, সুজয় ভৌমিকদের গানে সাজানো MYCIRCLE.COM-এর পুজোর গান। কলকাতা প্রেস ক্লাবে মন্ত্রী সুজিত বসুর হাত দিয়ে আনুষ্ঠানিক সূচনা হল MYCIRCLE.COM।উপস্থিত ছিলেন রুপঙ্কর বাগচী, জয়তী চক্রবর্তী, সুজয় ভৌমিক,মাই সার্কেল ডট কম-এর কর্ণধার মৃনাল ভট্টাচার্য প্রমুখ।
এই করোনা আবহে পুজোর গান নিয়ে আশায় বুক বাঁধছেন শিল্পীরা। সংস্থার আশা মানুষ ভালো কাজের দাম দেবেন। এই উদ্যোগে খুশি শিল্পীরাও। সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রেমীদের জন্য সুখবর। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রখ্যাত, জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি উদীয়মান কন্ঠ শিল্পীদেরও গান, ভিডিও এবং চলচিত্র গানের পরিবেশন থাকবে, যা বাংলা গানের ধারার একটা নতুন পথের সূচনা হবে বলে আশা করা যায়। শিল্পীদের গান এবং ভিডিও এবার বিক্ষিপ্ত ভাবে না দেখে এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়েই দেখা যাবে বলে সংস্থার পক্ষ থেকে দাবী করা হয়েছে।