বিনোদন

বিলেতে উত্তম স্মরণ, নস্টালজিয়ায় ভাসলেন প্রবাসী বাঙালিরা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৭শে নভেম্বর ২০১৯ : গত শনিবার ২৩ নভেম্বর লন্ডনের ভারতীয় বিদ্যা ভবন প্রেক্ষাগৃহে ইস্টার্ন ইউফোনির তরফে অনিরুদ্ধ বর্ধন ও জয় ভৌমিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো উত্তমকুমার স্মরণে সঙ্গীতানুষ্ঠান ‘মহানায়ক’। বিলেতে এ ধরনের অনুষ্ঠান এই প্রথম। ছিল উত্তমকুমার অভিনীত ছবির গান, সঙ্গে অডিও-ভিজ়ুয়াল উপস্থাপনা। পূর্ণ প্রেক্ষাগৃহে উত্তম নস্টালজিয়ায় ডুব দিলেন প্রবাসী বাঙালিরা। অনিরুদ্ধ ও জয় ছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রিদ্ধি বর্ধন ও রুকমা বর্ধন। অথিতি শিল্পী হিসেবে ছিলেন দেবাশিস গোলদার ও বাংলাদেশ বংশোদ্ভূত গৌরী চৌধুরী। এছাড়াও ছিলেন কলকাতার বিশিষ্ট বাদ্যযন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও লন্ডনের অমিত দে । ‘মহানায়ক’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অরুণাভ বর্ধন।

২০১৫-তে জন্ম ইস্টার্ন ইউফোনির। কয়েকজন আইটি প্রফেশনাল বাঙালির একটা প্রচেষ্টা যার উদ্দেশ্য ব্রিটেনের উত্তর থেকে দক্ষিণে এই বাঙালিয়ানাটাকে ফিরিয়ে আনা। তাই ইস্টার্ন ইউফোনি সবার জন্য একটা ওপেন প্লাটফর্ম। এই প্লাটফর্ম-এ গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। অনিরুদ্ধ, জয়, অরুনাভ এরা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কিন্তু গান গাওয়ার ভালোবাসাটা ছিল বরাবরই।

শুরুটা ছিল লন্ডনের পুজোয় গান গাওয়া। তারপরে প্রবল অনুরোধের চাপে পড়ে ইস্টার্ন ইউফোনির জন্ম। আর তারপর থেকেই শুরু গান অভিযান। গত চার বছরে ব্রিটেনের প্রায় অধিকাংশ শহরে ৫০ টিরও বেশি শো হয়ে গেছে ইস্টার্ন ইউফোনির। যার মধ্যে ভারতীয় হাই-কমিশনও আছে। নিজস্ব ভাবনায় ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে চারটি বিশেষ শো। এ আর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে “দিল সে”, লন্ডন বাংলা মিউজিক ফেস্টিভাল, বলিউডের রিওয়াইন্ড টু নায়েন্টিস আর সেই বলিউডকেই মাথায় রেখে ফার্স্ট ডে ফার্স্ট শো। প্রত্যেকটা শো-ই ছিল ‘সোল্ড আউট’। বিলেতের বুকে ইস্টার্ন ইউফোনি আজ নি:সন্দেহে ফিরিয়ে দিয়েছে বাঙালির নস্টালজিয়াকে। প্রচারে ক্যানডিড কমিউনিকেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *