একা নয় একান্নবর্তী পরিবার নিয়ে শুভেন্দুর বাংলা ছবি “গল্প যদি সত্যি হত”
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৪শে ডিসেম্বর ২০১৯ : অফ বিট অ্যান্ড এনটারটেনমেন্ট প্রযোজিত এবং বিতান গুহ সহযোগিতায় বাংলা ছবি “গল্প যদি সত্যি হত”-র শুটিং হয়ে গেল কলকাতার আলিপুরে। এই ছবি প্রযোজকদের পক্ষে তৃতীয় ছবি। সিনেমার কথা বলতে গিয়ে নির্দেশক শুভেন্দু ব্যানার্জি বলেন বর্তমানে বাঙালি পরিবারে দেখা যায় একান্নবর্তী পরিবার থেকে সকলে আলাদা হয়ে যাচ্ছে। এই নিউক্লিয়ার পরিবারের সদস্যদের আবার একত্রিত করার একটা প্রয়াস করে দেখানো হয়েছে ছবিতে। তাই বলা হয়েছে “গল্প যদি সত্যি হত” কারণ এই প্রয়াস আজ বাঙালি পরিবারে একটা গল্প হয়ে দাঁড়িয়েছে। এই ছবিতে ভেঙে যাওয়া একটা একান্নবর্তী পরিবারকে ফিরিয়ে আনা হয়েছে একটা বাড়িতে। যদিও তাঁরা আলাদা থাকে কিন্তু চেষ্টা করা হয়েছে যাতে এক হাঁড়িতে রান্না হয়, একসাথে এক টেবিলে বসে খাওয়া যায়।
ছবিতে অভিনয় করেন মনোজ মিত্র, দেবলিনা কুমার, বিশ্বনাথ বসু, অনির্বান ভট্টাচার্য, সঞ্জীব সরকার, সোমা দে, সঞ্জয় বিশ্বাস, পলাস অধিকারী সহ অনেকে। ছবির গীতিকার শিবাশিস রাজহংসদ্রিজা, ঝিনুক এবং ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচি, অর্নব দত্ত, দুর্নিবার। ছবির অধিকাংশ শুটিং হয়েছে কলকাতায়। প্রযোজক বিতান গুহ জানান, আশা করছি মাস ছয়েকের মধ্যে কলকাতার সিনেমাপ্রিয় দর্শক একটা ভাল ছবি দেখতে পারবে। প্রচারে লঞ্চার্স। ছবি অশোক সরকার।