২৩শে জানুয়ারি অর্ঘ্যের “পুরুষের চোখে” সম্পর্ক হোক ভালোবাসার
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২২শে জানুয়ারি ২০২০ : আমরা যতই মুখে বড় বড় কথা বলি না কেন, যতই নারী পুরুষকে সমান আসনে বসানোর চেষ্টা করি না কেন, আজকের দিনে দাঁড়িয়ে বেশির ভাগ ক্ষেত্রেই পুরুষরাই মেয়েদের উপর প্রভাব খাটিয়ে পদদলিত করে।পুরুষদের জন্য মেয়েরা নিজেদের ইচ্ছেগুলোকে পূরণ করতে ভয় পায়।আবার পুরুষেরাই নারীদের বাঁচার বাসনাকে গলা টিপে হত্যা করে তাই তো সমাজে এত অপকর্ম হচ্ছে নারীদের সাথেই। কোথাও নারীর গায়ে আগুন আবার কোথাও অ্যাসিড আবার কোথাও কাম মেটাতে ধর্ষণ।তবে সব পুরুষ আবার সমান নয়, অনেক পুরুষই প্রকৃত শিক্ষায় শিক্ষিত। তাঁরা যখন ভরসা দেয় মেয়েদেরকে তখন সেই মেয়েটি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, নতুন করে বাঁচতে শেখে। গল্পটা এরকমই কিছুটা।
আগামী ২৩শে জানুয়ারি সন্ধ্যা ৬টায় বিজয়গড় নিরঞ্জন সদনে অভিনীত হতে চলেছে স্টেজ অন প্রযোজিত এবং অর্ঘ্য পাল নির্দেশিত প্রথমবারের জন্য মঞ্চস্থ হতে চলেছে “পুরুষের চোখে” যার অন্তর্নিহিত মানে খুজলে দাঁড়াবে – সম্পর্ক হোক ভালোবাসার ।নাটকে অভিনয় করেছেন দেবরাজ মুখার্জি, রাহুল ঘোষ, বিনীতা দাস, শুভ্রা পাল, সুব্রত দাস, কুন্তল চ্যাটার্জি, দেবজ্যোতি সাহা, প্রিয়াঙ্কা সাহা, রামস্বরূপ মুখার্জি, বৈশালী কুন্ডু, দেবশ্রী মন্ডল, পূজা পাত্র, অভিজিৎ দাস, পূজা সরকার, রাহুল শেঠ, ডালিয়া ঘোষ, দেবাশিষ নাথ, মধুশ্রী পাল, সাফল্য দেবনাথ এবং সুজয় সিনহা। অর্ঘ্য পাল বলেন, আমরা সমাজে একটা জেদাজেদি, হিংসা, ভেদাভেদের পরিবেশ তৈরি করি সেটার উর্দ্ধে গিয়ে ভালোবাসা দিয়ে সব সম্পর্কগুলোকে সুন্দর করে তুলতে পারি সেটাই দেখানো হয়েছে।