চেনা জীবনে অচেনা রঙিন দুনিয়ায় টলিপাড়ার নায়ক নায়িকারা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১০ই মার্চ ২০২০ : দোল বা হোলি এখন প্রায় এক হয়ে গেছে। আগে ছিল দোলের পরেরদিন হোলি, কিন্তু এখন কবে দোল আর কবে হোলি তা মাথায় না রেখে সবাই মেতে ওঠে রংমিলন্তিতে। নিজেদের বর্ণময় করে তোলে।
কলটাইমের নেই ঝঞ্ঝাট, নেই মেকআপের বাহার, নেই নেই ফ্যাশন দুনিয়ার সেলিব্রেটির হুড়োহুড়ি। সাতসকালে টলিপাড়ার নায়িকারা রঙ হাতে নেমে পড়েছে নিজেদের রাঙ্গিয়ে দিতে। প্রিয়াঙ্কা সরকারের বাড়িতে হাজির হয়েছিলেন অভিনেতা তথাগত, সুমন আর ভাস্কর সাথে অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা। একেবারে প্রাণ খোলা আড্ডা আর অন্তহীন মস্তির মাঝে কোন বাধা এই আনন্দের বাধ মানবে না।নিজেদের চেনা জীবন থেকে বেড়িয়ে এক অচেনা জীবনে।দোলের দিন কোন নিয়ম না মেনে, চিরাচরিত জীবনের বাইরে গিয়ে বাধাহীন দুনিয়ায় মেতেছিল টলিপাড়ার অভিনেতা অভিনেত্রী ও তাদের কিছু কমন ফ্রেন্ড।