করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনে তন্ময় রায় নির্দেশিত “আমরা হারতে পারি না” ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ১০ই মে
নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ৫ই মে ২০২০ : কোভিড ১৯ মানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এখন সারা পৃথিবী থরথর কম্পমান। এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে একমাত্র উপায় লকডাউন। লকডাউনের পরিপ্রেক্ষিতে ব্যবসা, বানিজ্য, শিল্প, কলা সব বন্ধ। জাতি-ধর্ম-বর্ন, ধনী-দরিদ্র সকল শ্রেনীর মানুষ আজ গৃহ বন্দী। আজকের দিনে দাঁড়িয়ে কর্ম হীনতার প্রভাব সমাজে সংসারে। জাতি ধর্মের হিংসা আজ না থাকলেও গার্হস্থ্য হিংসা বেড়ে চেলেছে।
এই পরিপ্রেক্ষিতে আকাশ নন্দী প্রোডাকশান প্রযোজিত ছোট ছবি মানে শর্ট ফিল্ম “আমরা হারতে পারি না” মুক্তির পথে ১০ই মে। এই ছবিতে দেখানো হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত মানুষদের কিছু সমস্যার কথা ও তার থেকে সাময়িক মুক্তির পথ।ছবিটির গল্প ও পরিচালনায় রয়েছেন তন্ময় রায়, সঙ্গীত প্রীতম কুন্ডু। এই ছবিতে অভিনয় করেছেন আকাশ নন্দী, দেবিকা সেনগুপ্ত, দীপ্ত, রিতি চৌধুরী, জয় বাদলানী, প্রতীপ, রঞ্জন ভট্টাচার্য, পুলকিতা ঘোষ, রাহুল বর্মন, শকুন্তলা বড়ুয়া, বিশ্বজিত চক্রবর্তী, অম্বর ভট্টাচার্য।ছবির জন্য শুভেচ্ছা ও সচেতনতার বার্তা দিয়েছেন পি সি সরকার, মৌবনি সরকার, অর্জুন চক্রবর্তী, লিলি চক্রবর্তী সহ ফিল্ম ও টেলিভিশন দুনিয়ার অনেক চেনা মুখ। প্রোডাকশন ডিজাইনে নাডুগোপাল মন্ডল, সম্পাদনায় অর্ক। এই ছবিটাতে সরকারী নিয়ম মেনে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী নিজ নিজ বাড়িতে থেকে মোবাইলে কিংবা ক্যামেরায় শুটিং করেছেন। এই ছবিটা ১০ই মে রাত ৯টায় মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ছবি থেকে যা অর্থ উপার্জন হবে তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।