বিনোদন

ত্বক ও চলের সৌন্দর্য্যের দিশারি টনি এন্ড গাই পার্লারে অভিনেত্রী স্বস্তিকা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৫ই নভেম্বর ২০১৯ : যারা নিজেকে সাজাতে ভালোবাসেন তাদের সঠিক দিশারি টনি এন্ড গাই।কোয়েস্ট মল-এর সন্নিকটে শিভম চেম্বার্সের তৃতীয় তলায় কলকাতার তৃতীয় শাখা উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন টলিউড হার্টথ্রব স্বস্তিকা মুখার্জী। এটি ইউনিসেক্স পার্লার।এখানে সাধ্যের মধ্যেই থাকছে সমস্ত রকমের ত্বক ও চুলের পরিষেবা।অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী বললেন, এখানে আসতে পেরে এবং উদ্বোধন করতে পেরে খুব ভালো লাগছে।টনি এন্ড গাই একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড।এটার লোকেশনটাও খুব ভালো, একদম কোয়েস্ট মল-এর কাছে।আমরা প্রায়ই কোয়েস্টে মলে আসি তাই বেশি সময় নষ্টও হবে না। উপস্থিত হয়েছিলেন পর্বতারোহী ও মডেল মাধবীলতা মিত্র।

প্রাক্তন মিস কলকাতা এবং মিসেস ইন্ডিয়া আইএবি ২০১৮ লোপামুদ্রা মন্ডল জানালেন, এটা আমার কাছে একটা দারুন ব্যাপার টনি এন্ড গাই এসেনসুয়ালস বালিগঞ্জ-এর গ্র্যান্ড লঞ্চের হোস্টিং করতে পেরে।

আমি কৃতজ্ঞতা জানাই টনি এন্ড গাই এসেনসুয়ালস বালিগঞ্জ ব্রাঞ্চের কর্ণধার ইরফান জাভেদকে, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।আজ আমার বন্ধু অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী এটার উদ্বোধন করলেন।এটা একদম শহরের কেন্দ্রবিন্দু বালিগঞ্জে, আর টনি এন্ড গাই একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তা বলে সাংঘাতিক চার্জেস নয়।আপনারা সবাই আসুন আসলে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হওয়া সত্ত্বেও কিন্তু সকলের সাধ্যের মধ্যে। এখানে পুরুষদের চুল কাটতে লাগছে মাত্র ৪০০ টাকা থেকে ৮০০ টাকা। মহিলাদের চুল কাটতে লাগছে ৮০০ টাকা থেকে ১০০০ টাকা। এমনকি মুখ পরিষ্কার করতে লাগছে ১০০০ টাকা। মহিলাদের চুল স্ট্রেটনিং করতে ৩৫০০ টাকা থেকে শুরু। ছবি : বুলান ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *