বিনোদন

এবার রূপালী পর্দায় একই ফ্রেমে ক্যামেরা হাতে দেখা যাবে পরিচালক রুদ্রনীল, অভিনয়ে রুদ্রর সাথে আকাশ

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৬ই জুলাই ২০২০ : বাংলা চলচ্চিত্র জগতে রুদ্রনীল শুধুমাত্র একজন অভিনেতা নন।অত্যন্ত গুনী একজন অভিনেতা।দুদশকের ও বেশী সময় ধরে ভিন্ন ভিন্ন স্বাদের সিনেমা উনি দর্শকদের উপহার দিয়েছেন।সাঁতরাগাছির রুদ্রনীল ঘোষ শুরুটা করেন টেলিভিশনে।আর তারপর থেমে থাকা নয়,ধীরে ধীরে এগিয়ে চলার নাম রুদ্রনীল ঘোষ।হরনাথ চক্রবর্তী পরিচালিত বাংলা চলচ্চিত্র রিফিউজিতে সুপারস্টার প্রসেনজিত চট্টোপাধ্যায় এর অপরপ্রান্তে দাঁড়িয়ে মুখ্যখলনায়কের চরিত্রে দর্শকদের মন জিতে নিয়েছিলেন।বহু প্রশংসিত বাংলা ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি প্রমান করে দিয়েছেন তিনি লেজেন্ড হবার যোগ্যতা রাখেন।কৌশিক গাঙ্গুলীর মত পরিচালকদের সাথে ও তিনি যোগ্য অভিনেতা হিসেবেই কাজ করেন।টলিউডের পাশাপাশি বলিউডেও এবার স্বমহিমায় দেখা যাবে অজয় দেবগন এর সাথে ময়দান ছবিতে।এছাড়াও আরও বেশ কিছু বলিউড মুভিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।আভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনাতেও এবার দেখা যাবে রুদ্রনীল ঘোষকে।

তার পরিচালনায় টলিউড এর একঝাঁক তারকাদের দেখা যাবে অভিনয় করতে।পাশাপাশি এই ছবিতে কাজ করতে দেখা যাবে টলিউডের আরেক অভিনেতা আকাশ নন্দী কে।তিনি অভিনয়ের মাধ্যমে সর্বপ্রথম রুদ্রনীল ঘোষের সাথে ফ্রেম শেয়ার ও করবেন।রুদ্রনীল ঘোষ জানিয়েছেন আকাশ ভীষন ট্যালেন্টেড।ও আমার ছবিতে একটি মুখ্যভূমিকায় থাকছে।অভিনেতা পরিচালক রুদ্রনীল ঘোষ জানান তাঁর পরিচালিত সিনেমা অতিশিঘ্রই ফ্লোরে যাবে।এই মুহুর্তে প্রিপ্রোডাকশন চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *