প্রথম পাতা

দলীয় কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েও করোনাকে জয় করল অনিরুদ্ধ (পার্থ)

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৬ই জুলাই ২০২০ : যুবশক্তির সংগঠনের কাজ করতে গিয়ে তিন জেলার দায়িত্বে থাকা জোনাল হেড ও দঃ ২৪ পরগণার তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরি সভাপতি অনিরুদ্ধ হালদার (পার্থ) বিভিন্ন সভায় যাওয়ার ফলে গত মাসে করোনায় আক্রান্ত হওয়ার কথা শোনা যায়।এমনও হয়েছে তিনি তৃণমূল যুব সভাপতি সওকাত মোল্লা সহ অনেক জেলা নেতৃত্ব ও কর্মীদের সাথে বিভিন্ন ভিডিও কনফারেন্সে এবং সরাসরি দলীয় বৈঠক করেছেন পার্থ।এই বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে করোনায় আক্রান্ত হতেই পারে আর হলও তাই। ১লা জুলাই অনিরুদ্ধ করোনা পরীক্ষা করালে তা পজেটিভ হয়। এরপর থেকে প্রায় একপ্রকার হোম কোরেন্টিনে ছিল পার্থ যদিও মাঝে মাঝে নিজের কার্যালয়ে এসে বসতেন সকলের থেকে দুরত্ব বজায় রেখে। তার এই করোনার খবর তিনি সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও সাংসদ অভিষেক ব্যানার্জিকে জানালে অভিষেক তাঁর সুস্থ জীবনের কামনা করেন এবং সতর্কতা পালন করে দলীয় কাজের উপদেশ দেন। এরপরও তিনি দক্ষতার সাথে দলের নির্দেশ মেনে বাড়িতে বসেই ভিডিও কনফারেন্সে দলীয় মিটিং করে নিজের দায়িত্ব পালন করেছে।

কিন্তু সব থেকে বড় কথা হল পার্থ হালদারের করোনা পজেটিভ হলেও তাঁর সহধর্মিনী বিদায়ী পৌরমাতা পাপিয়া হালদারের পরীক্ষায় নেগেটিভ দেখা গেছে।অনেকের চিন্তা বাড়িয়েছিল পার্থর করোনা হওয়াতে কারণ পাপিয়া যেভাবে এই অবস্থায় মানুষের জন্য কাজ করে চলেছেন তাতে অনেকেই ভেবেছিল সংক্রমণ হয়তো ছড়াতে পারে। কিন্তু রিপোর্ট নেগেটিভ হওয়াতে সেই আতঙ্ক অনেকটাই দূর হয়েছে।সুতরাং এই মুহুর্তে পাপিয়াকে নিয়ে তেমন চিন্তা নেই। এদিকে পার্থ তাঁর সান্নিধ্যে থাকা কর্মীদের দায়িত্ব নিয়ে করোনা পরীক্ষা করানোর ব্যবস্থা করেছেন। এব্যাপারে পাপিয়া জানান, আমি যদিও বর্তমানে পৌরমাতা নই কিন্তু ওয়ার্ড কোঅর্ডিনেটারের ভূমিকা পালন করছি তাই আমার ওয়ার্ডে কোথাও করোনা সংক্রমণের খবর পেলেই আমি আগে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করি আর তার সাথে আমার কার্যালয় ও অনিরুদ্ধ-র কার্যলয় থেকে আমার বাড়িও জীবাণুমুক্ত করানোর ব্যবস্থা করি। আমার জীবনের থেকেও আমার ওয়ার্ডের বাসিন্দাদের চিন্তা অনেকটাই বেশি। আমার থেকে অন্য কারো সংক্রমণ হোক এটা আমি কখনই চাইবো না।আমরাও তাঁর ও তাঁর পরিবারের সকলের সুস্থ জীবনের কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *